পঞ্চগড় সীমান্তে আরো ২৪ জনকে পুশ ইন করেছে বিএসএফ

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৫:৫৩ আপডেট: : ১৭ জুলাই ২০২৫, ১৬:২৮
প্রতীকী ছবি

পঞ্চগড়, ১৭ জুলাই, ২০২৫ (বাসস): বুধবার গভীর রাতে জেলায় পৃথক দুই সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমারক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের আটক করে পুলিশে হস্তান্তর করেছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের মধ্যে ৬ জনকে পঞ্চগড় সদর থানা ও ১৭ জনকে বোদা থানাসহ মোট ২৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। 

এর আগে বুধবার গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড ও বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, সীমান্তে পুশইন হওয়া ২৩ জনকে বিজিবি জিডি মূলে থানায় হস্তান্তর করেছেন। আমরা তাদের নাম ঠিকানা যাচাই করছি। আপাতত তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি দেখা হচ্ছে এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পঞ্চগড়ের পৃথক দুই সীমান্তে ২৪ জনকে পুশইন করে বিএসএফ। এর পর আমাদের বিজিবির টহল দল তাদের আটক করে।  এ বিষয় নিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাছাইপর্বে ইতালির গোল উৎসব, জয় দিয়ে ফ্রান্সের শুরু
ইউএস ওপেনের ব্লকবাস্টার ফাইনালে আলকারাজ-সিনার মুখোমুখি
জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু কাল
খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন
উদ্যোক্তা ময়নার মুনাফার অংশ যায় সমাজ কল্যাণে
গাজার আরও জিম্মি মারা যেতে পারে: ট্রাম্প
আফগানিস্তানে ভূমিকম্প পরবর্তী কম্পনে আবারও বহু মানুষ আহত
পর্তুগালে ফিউনিকুলার দুর্ঘটনায় ১১ বিদেশিসহ নিহত ১৬
খাগড়াছড়িতে আজিমুশশান জশনে জুলুস অনুষ্ঠিত
সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
১০