জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রতীকী ম্যারাথনে উপদেষ্টা আসিফ 

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৪:৩৫ আপডেট: : ১৮ জুলাই ২০২৫, ১৬:৫২
শুক্রবার প্রতীকী ম্যারাথনে অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই-যোদ্ধাসহ আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। 

আজ আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে বিভিন্ন বয়সের প্রতিযোগীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আয়োজিত এ প্রতীকী ম্যারাথন ছিল এবারের গণঅভ্যুত্থান দিবস উদযাপনের অন্যতম অংশ। 

আজ সকাল ৭টায় এই ম্যারাথনের উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ম্যারাথন শেষে উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আজকের এই প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে আমরা অভ্যুত্থানের সেই মহান আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তরুণ প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।’

এক হাজার প্রতিযোগী নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই প্রতীকী ম্যারাথনটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, সংসদ ভবন, খামারবাড়ি হয়ে আবারও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে বিএনপি নেতা আফসার হোসেন আলমের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মাহফিল
রাজশাহীতে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাগেরহাটে সাহিত্য সভা
চট্টগ্রামে জলদস্যুর আস্তানায় মিলল শটগান ও কার্তুজ
যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন বিক্ষোভে ৪শ’ জনের বেশি গ্রেফতার 
বদরুদ্দীন উমর আর নেই
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
ইউক্রেন জুড়ে রাশিয়ার বিমান হামলায় নিহত অন্তত ২ 
ঈদে মিলাদুন্নবীতে বাগেরহাটে বন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন
মানিকগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
১০