শিক্ষা উপদেষ্টার সঙ্গে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:০৬ আপডেট: : ২০ জুলাই ২০২৫, ২০:১৫
রোববার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ছবি : পিআইডি

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস): শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।

আজ বিকালে সচিবালয়ে এ সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল দাওরায়ে হাদিসের স্বীকৃত সনদের কার্যকারিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশসেবা ও উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টির বিষয়ে শিক্ষা উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। তারা সরকারের সকল মন্ত্রণালয়সহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে সনদের মান কার্যকর করার জন্য প্রজ্ঞাপন জারিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামি গবেষণা কেন্দ্রসমূহে নিয়োগ, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদের ইমাম ও খতিব পদে নিয়োগসহ আরো কিছু প্রতিষ্ঠানে কওমি মাদরাসার সনদধারীদের নিয়োগ দেওয়ার বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেন।

প্রতিনিধি দলের দাবির সঙ্গে সহমত পোষণ করে ধর্ম উপদেষ্টা বলেন, কওমি মাদরাসার সনদপ্রাপ্ত আলেমগণ সৎ ও দেশপ্রেমিক। তাদেরকে দেশ ও জাতির সেবার সুযোগ দেওয়া হলে দেশ ও জাতি উপকৃত হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ ধর্ম মন্ত্রণালয়ের অন্যান্য দপ্তর সংস্থায় কওমি মাদরাসার সনদধারীদের নিয়োগ দানের বিষয়ে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলের প্রস্তাবনাসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং প্রস্তাবনাগুলো গুরত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

এ প্রতিনিধি দলে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি মাহফুজুল হক, শিবচর দারুস সুন্নাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদী, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাসচিব আরশাদ রহমানী প্রমুখসহ কওমি অঙ্গনের নেতৃস্থানীয় ওলামা-মাশায়েখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০