বিমান দুর্ঘটনায় হতাহতের বিষয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে : উপদেষ্টা আসিফ মাহমুদ

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:১৪ আপডেট: : ২২ জুলাই ২০২৫, ১১:৪৩
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা, ২২ জুলাই ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিভিন্ন মহল দাবি করছে যে, হতাহতের তথ্য গোপন করা হচ্ছে। এটি একটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই, এই দাবি সত্য নয়।

মঙ্গলবার উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেইজে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।

সেখানে আরো বলা হয়, মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, সশস্ত্র বাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করে যাচ্ছে।

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। নিহতদের নাম-পরিচয় যাচাইপূর্বক তালিকা প্রস্তুত করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না, সেগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ নিখোঁজ থাকলে অনতিবিলম্বে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখনো কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথিপত্র থেকে যাচাই করে দেখা হচ্ছে।

তিনি সকলকে অনাকাঙ্ক্ষিত গুজব ও বিভ্রান্তি থেকে বিরত থাকার অনুরোধ জানান এবং দৃষ্টিনন্দন সহযোগিতার পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন ফাহিম
অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
তৃতীয় দিন সকালের সেশনে কুলসুমকে ঘিরে আশা
অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে জাল নোট বহনের দায়ে যুবকের কারাদণ্ড
আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা সৃষ্টির প্রতিবাদ ইসলামী ছাত্রশিবিরের
অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই : শফিকুল আলম
১০