বিমান দুর্ঘটনায় হতাহতের বিষয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে : উপদেষ্টা আসিফ মাহমুদ

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:১৪ আপডেট: : ২২ জুলাই ২০২৫, ১১:৪৩
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা, ২২ জুলাই ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিভিন্ন মহল দাবি করছে যে, হতাহতের তথ্য গোপন করা হচ্ছে। এটি একটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই, এই দাবি সত্য নয়।

মঙ্গলবার উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেইজে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।

সেখানে আরো বলা হয়, মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, সশস্ত্র বাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করে যাচ্ছে।

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। নিহতদের নাম-পরিচয় যাচাইপূর্বক তালিকা প্রস্তুত করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না, সেগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ নিখোঁজ থাকলে অনতিবিলম্বে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখনো কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথিপত্র থেকে যাচাই করে দেখা হচ্ছে।

তিনি সকলকে অনাকাঙ্ক্ষিত গুজব ও বিভ্রান্তি থেকে বিরত থাকার অনুরোধ জানান এবং দৃষ্টিনন্দন সহযোগিতার পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসে পেট্রোল বোমা হামলা মামলার আসামি মাহফুজ বিমানবন্দরে গ্রেফতার
সিএমপি কমিশনারের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
যশোর সীমান্তে সাতমাসে স্বর্ণসহ ৪৩ কোটি টাকার মালামাল উদ্ধার
শিক্ষার্থীর আইডি কার্ডে রক্তের গ্রুপ ও অভিভাবকের ফোন নাম্বার উল্লেখের নির্দেশ হাইকোর্টের
নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন 
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত
সিলেটে এনসিপি’র জুলাই পদযাত্রা ২৫ জুলাই
বিমান দুর্ঘটনায় ফেনীতে বিএনপি ও জামায়াতের শোক ও মোনাজাত
বিমান দুর্ঘটনায় নিহত হুমায়রা ও তানভীরের দাফন সম্পন্ন 
ডিএসসিসিতে রিকশাচালকদের জন্য ই-রিকশা প্রশিক্ষণের উদ্বোধন 
১০