মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের মান বিশ্ব স্বীকৃত : নৌ-পরিবহন সিনিয়র সচিব

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৯:০৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন, মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগতমান আন্তর্জাতিক নৌ সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেফটি এজেন্সি কর্তৃক স্বীকৃত। তাই প্রশিক্ষণের মান ধরে রাখতে হলে এর গুণগতমান অব্যাহত রাখতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের ২৭তম ব্যাচ ও মাদারীপুরের ১৬তম ব্যাচের রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিনিয়র সচিব বলেন, এ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিংগণের মধ্য থেকে বহু সংখ্যক নাবিক প্রতিযোগিতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে পেশাগত কাজ করে যাচ্ছেন। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগতমান বজায় রাখার বিষয়টি নৌ-পরিবহন মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে দেখছেন।

প্রশিক্ষণার্থী রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৩০৭ জন অংশগ্রহণ করেন। পরে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌ-প্রকৌশলী মোহাম্মদ শহিদউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমডোর মো. শফিউল বারী।

অনুষ্ঠানে দেশের সামরিক-বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, দেশি ও বিদেশি জাহাজ মালিক এবং এজেন্টদের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০