মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের মান বিশ্ব স্বীকৃত : নৌ-পরিবহন সিনিয়র সচিব

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৯:০৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন, মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগতমান আন্তর্জাতিক নৌ সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেফটি এজেন্সি কর্তৃক স্বীকৃত। তাই প্রশিক্ষণের মান ধরে রাখতে হলে এর গুণগতমান অব্যাহত রাখতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের ২৭তম ব্যাচ ও মাদারীপুরের ১৬তম ব্যাচের রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিনিয়র সচিব বলেন, এ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিংগণের মধ্য থেকে বহু সংখ্যক নাবিক প্রতিযোগিতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে পেশাগত কাজ করে যাচ্ছেন। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগতমান বজায় রাখার বিষয়টি নৌ-পরিবহন মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে দেখছেন।

প্রশিক্ষণার্থী রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৩০৭ জন অংশগ্রহণ করেন। পরে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌ-প্রকৌশলী মোহাম্মদ শহিদউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমডোর মো. শফিউল বারী।

অনুষ্ঠানে দেশের সামরিক-বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, দেশি ও বিদেশি জাহাজ মালিক এবং এজেন্টদের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০