সংকটাপন্ন নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে : পানি সম্পদ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ২১:৩৩
আজ ঢাকায় পানি ভবনের সম্মেলন কক্ষে নদী গবেষণা ইন্সটিটিউটের পরিচালনা বোর্ডের ৫৬তম বোর্ড সভায় সভাপতির বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: বাসস

ঢাকা, ২৩ জুলাই ২০২৫(বাসস): দেশের বিভিন্ন প্রান্তে থাকা সংকটাপন্ন নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ জন্য তিনি নদী গবেষণা ইনস্টিটিউটকে দেশের বিভিন্ন প্রান্তে থাকা সংকটাপন্ন নদীগুলোর তালিকা প্রণয়নের নির্দেশ দেন।

উপদেষ্টা আজ ঢাকায় পানি ভবনের সম্মেলন কক্ষে নদী গবেষণা ইন্সটিটিউটের পরিচালনা বোর্ডের ৫৬ তম বোর্ড সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা  বলেন, যেসব নদী পলি পড়ে মরে যাচ্ছে, যেগুলোকে আমরা বাঁচাতে পারবো। নদী রক্ষা কমিশনকে সাথে নিয়ে সেগুলোর তালিকা করতে হবে।

সংকটাপন্ন যে নদীগুলোকে বাঁচানো যাবে সেগুলোর জন্য নদী গবেষণা ইনস্টিটিউটকে একটি কর্মপরিকল্পনা গ্রহণেরও নির্দেশনা দেন পানি সম্পদ উপদেষ্টা,  যাতে করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

দেশের কোন কোন জায়গায় সংকটাপন্ন নদীগুলো রয়েছে এগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, আমাদেরকে সংকটাপন্ন নদীগুলোর সংকট চিহ্নিত করতে হবে এবং সংকট দূর করতে আমাদের কি কি করণীয় রয়েছে সেটি খুঁজে বের করতে হবে।

এ জন্য উপদেষ্টা রিজওয়ানা হাসান বুয়েট, সিইজিআইএস ,বোর্ড সদস্য, নদী গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ এবং মন্ত্রণালয় থেকে একজনসহ মোট পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।

তারা এই কমিটি সংকটাপন্ন নদীগুলোকে যাচাই-বাছাই করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

বোর্ড সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ, সিইজিআইএসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, গবেষক ও অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া, নদী গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক আবু হোরায়রাসহ বোর্ডের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসপাতালে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে 
সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টা মামলার প্রতিবেদন ২৮ আগস্ট
ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেফতার
গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষা উপদেষ্টা 
সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার 
উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন ইফার গর্ভনরেরা
গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী ককটেলসহ গ্রেফতার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৭৫৪ জন
১০