মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স বাস্তবায়নে অটল রয়েছে সরকার

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:৫১
ছবি : বাসস

বগুড়া, ২৭ জুলাই, ২০২৫ (বাসস): মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। 

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। সীমান্তবর্তী জেলাগুলোতে কোনোভাবেই মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা জনসাধারণকে সঙ্গে নিয়ে এই অভিযান চালিয়ে যেতে চাই।’

আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী এক মতবিনিময় সভায় মহাপরিচালক একথা বলেন। 

তিনি বলেন, ‘কক্সবাজার এখনো মাদকের অন্যতম প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে। মিয়ানমার নতুন করে বান্দরবান হয়ে একটি রুট তৈরি করেছে। দেশের অভ্যন্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব হলেও প্রতিবেশী দেশের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই।’

মহাপরিচালক আরো বলেন, ‘মাদকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করতে আট বিভাগে পৃথক মাদক আদালত গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।’

জেলা প্রশাসক হোসনা আফরোজের সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন, পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম ও সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মীর শওকত আলমসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।

সভা শেষে স্টেকহোল্ডাররা মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত নানা প্রশ্ন উত্থাপন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোর জবাব দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত আলোচনা শুরু
আসন্ন নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন করেছে বিসিবি
জুলাই যোদ্ধাদের কর্মে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
শিকাগোকে ‘যুদ্ধ বিভাগ’-এর হুমকি দিয়ে দমনপীড়ন বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার শোক
পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
চাঁদপুরে চলতি বছরে পানিতে ডুবে ১৪৮ জনের মৃত্যু 
দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা
দেশের রাজনীতির ইতিহাস সত্যনিষ্ঠ ও নৈর্ব্যক্তিকভাবে রচনার প্রয়োজন দেখা দিয়েছে : বদরুদ্দীন উমর 
দিনাজপুরে ‘তারুণ্যের উৎসব’ কারাতে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
১০