মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স বাস্তবায়নে অটল রয়েছে সরকার

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:৫১
ছবি : বাসস

বগুড়া, ২৭ জুলাই, ২০২৫ (বাসস): মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। 

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। সীমান্তবর্তী জেলাগুলোতে কোনোভাবেই মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা জনসাধারণকে সঙ্গে নিয়ে এই অভিযান চালিয়ে যেতে চাই।’

আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী এক মতবিনিময় সভায় মহাপরিচালক একথা বলেন। 

তিনি বলেন, ‘কক্সবাজার এখনো মাদকের অন্যতম প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে। মিয়ানমার নতুন করে বান্দরবান হয়ে একটি রুট তৈরি করেছে। দেশের অভ্যন্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব হলেও প্রতিবেশী দেশের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই।’

মহাপরিচালক আরো বলেন, ‘মাদকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করতে আট বিভাগে পৃথক মাদক আদালত গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।’

জেলা প্রশাসক হোসনা আফরোজের সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন, পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম ও সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মীর শওকত আলমসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।

সভা শেষে স্টেকহোল্ডাররা মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত নানা প্রশ্ন উত্থাপন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোর জবাব দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
চীনের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৩
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১০