কেন্দ্রীয় কমিটি ছাড়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সকল কমিটি স্থগিত

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:২০
ছবি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ফেসবুক পেইজে দেওয়া ভিডিও থেকে নেওয়া

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : কেন্দ্রীয় কমিটি ছাড়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর দেশের সব কমিটি আজ স্থগিত করা হয়েছে।

আজ জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় কমিটির সাবেক সমন্বয়ক ও সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।

রিফাত রশিদ বলেন, ‘সংগঠনের সাংগঠনিক কাঠামোর সিদ্ধান্ত অনুযায়ী, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।’

তিনি এ সিদ্ধান্তের কারণ হিসেবে বলেন, ‘একটি পরাজিত চক্র বিভ্রান্তিকরভাবে এ সংগঠনের ব্যানার ব্যবহার করে সংগঠনকে কলঙ্কিত করার অপচেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘যারা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।’

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর অঙ্গসংগঠন ইউনাইটেড প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস মুভমেন্টের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ ওঠার প্রেক্ষাপটে এই ঘোষণা এসেছে।

তিনি সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসভবনে গিয়ে এ ঘটনা ঘটান বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় আটক চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন দাখিল করেন। বিষয়টি আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
যেকোনো সিরিজ জয় খেলোয়াড়দের পরবর্তী সিরিজে ভালো খেলতে উৎসাহিত করে : মিনহাজুল
গাজায় ত্রাণের রুট খুলে দেওয়ার পর জাতিসংঘের আর ‘অজুহাতের সুযোগ নেই’: নেতানিয়াহু
২৩ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
১০