ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : কেন্দ্রীয় কমিটি ছাড়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর দেশের সব কমিটি আজ স্থগিত করা হয়েছে।
আজ জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় কমিটির সাবেক সমন্বয়ক ও সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।
রিফাত রশিদ বলেন, ‘সংগঠনের সাংগঠনিক কাঠামোর সিদ্ধান্ত অনুযায়ী, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।’
তিনি এ সিদ্ধান্তের কারণ হিসেবে বলেন, ‘একটি পরাজিত চক্র বিভ্রান্তিকরভাবে এ সংগঠনের ব্যানার ব্যবহার করে সংগঠনকে কলঙ্কিত করার অপচেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘যারা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।’
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর অঙ্গসংগঠন ইউনাইটেড প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস মুভমেন্টের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ ওঠার প্রেক্ষাপটে এই ঘোষণা এসেছে।
তিনি সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসভবনে গিয়ে এ ঘটনা ঘটান বলে অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় আটক চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন দাখিল করেন। বিষয়টি আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।