বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২১:৫৯
আজ মুন্সীগঞ্জে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: বাসস

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত যত দ্রুত সম্পন্ন করা যায় সেজন্য কাজ করছে সরকার।

আজ রোববার বিকেলে মুন্সীগঞ্জ জেলা শহরের লিচু তলা এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

এসময় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করীম মল্লিক, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মুন্সীগঞ্জ জেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কয়েকটি ক্ষেত্রে মামলার চার্জশিট দেয়া হয়েছে। মামলায় আসামির সংখ্যা বেশি হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে তদন্ত অনেক দূর এগিয়েছে। যত দ্রুত তদন্ত কাজ শেষ করা যায় সেজন্য সরকার কাজ করছে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ছাত্র প্রতিনিধি বা কোনো ধরনের প্রতিনিধি নেই।

তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা সুবিচার পাবে।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কবরগুলো সংরক্ষণ এবং বাধাই করা হচ্ছে। গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হচ্ছে। জুলাই শহীদদের কাজগুলো সমাপ্ত করতে পারলে তাদের আত্মা শান্তি পাবে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
চীনের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৩
১০