১০০ টাকার নতুন নোট বাজারে আসছে ১২ আগস্ট

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:১৩
ছবি: সংগৃহীত

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস): আগামী ১২ আগস্ট থেকে নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের নতুন মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে ১০০০ টাকা, ৫০ টাকা ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে প্রচলন দেওয়া হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়া হবে। ১২ আগস্ট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য অফিস থেকেও নতুন ১০০ টাকার নোট ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নকশার ১০০ টাকা মূল্যমানের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।

এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০০ টাকা মূল্যমানের নমুনা (স্পেসিমেন) নোটও ছাপানো হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। আগ্রহীরা এসব নোট রাজধানীর মিরপুরে অবস্থিত মুদ্রা জাদুঘর থেকে সংগ্রহ করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভেনিজুয়েলার বন্যায় ১৪ খনি শ্রমিকের প্রাণহানি
দুদকের অভিযানে স্বাস্থ্য, রাজউক ও খাদ্য খাতে অনিয়মের প্রমাণ
গাজা থেকে আরও চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস : ইসরাইল
শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে মাগুরা জেলা প্রশাসন
সিরাজগঞ্জে আন্না রানী দাস হত্যায় সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই : বাংলাফ্যাক্ট
মিরপুরে অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শনে জামায়াত আমির
নারী ক্রিকেট দলকে নিয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল
৩৬ বছর পর চাকসু নির্বাচন আজ
রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
১০