১০০ টাকার নতুন নোট বাজারে আসছে ১২ আগস্ট

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:১৩
ছবি: সংগৃহীত

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস): আগামী ১২ আগস্ট থেকে নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের নতুন মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে ১০০০ টাকা, ৫০ টাকা ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে প্রচলন দেওয়া হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়া হবে। ১২ আগস্ট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য অফিস থেকেও নতুন ১০০ টাকার নোট ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নকশার ১০০ টাকা মূল্যমানের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।

এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০০ টাকা মূল্যমানের নমুনা (স্পেসিমেন) নোটও ছাপানো হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। আগ্রহীরা এসব নোট রাজধানীর মিরপুরে অবস্থিত মুদ্রা জাদুঘর থেকে সংগ্রহ করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
ইরাকের সাবেক প্রেসিডেন্টকে ইউএনএইচসিআর-এর নতুন প্রধান ঘোষণা
জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের
ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলবেন আফগানিস্তানের গুরবাজ
সাতক্ষীরায় সুন্দরবনে অবৈধ শিকারের সরঞ্জাম জব্দ, আটক ৩ 
ঢাবি ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৯তম পুনর্মিলনী অনুষ্ঠিত
ভাসানী ছিলেন স্বতন্ত্র রাজনৈতিক দর্শন ও সংগ্রামের এক অনন্য ব্যক্তিত্ব : ফখরুল
তুর্কমেনিস্তান-শীর্ষ বৈঠকে রুশ, তুর্কি ও ইরানি নেতারা মিলিত
১০