চায়না লেসো গ্রুপের ৩২.৭৭২ মিলিয়ন ডলার বিনিয়োগ: বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি হস্তান্তর 

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৭:২৫

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১২.৫ একর জমি আনুষ্ঠানিকভাবে চায়না লেসো গ্রুপকে হস্তান্তর করেছে।

বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৯ সেপ্টেম্বর বেজা ও চায়না লেসো গ্রুপের মধ্যে জমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রতিষ্ঠানটি প্রায় ৩২.৭৭২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে। এখানে পিভিসি পাইপ, পিইএক্স পাইপ, সৌর প্যানেল, স্যানিটারি সামগ্রী, কিচেন উপকরণ, ডোর-উইন্ডো, ওয়াটার পিউরিফায়ার, ওয়াটার-প্রুফিং ম্যাটেরিয়াল, ফায়ার-ফাইটিং সরঞ্জাম, কেবল, লাইটিং, পরিবেশ সুরক্ষা সামগ্রী, নির্মাণসামগ্রী উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

চায়না লেসো গ্রুপ বিশ্বব্যাপী এ খাতে পরিচিত একটি প্রতিষ্ঠান। ২০২৪ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল প্রায় ৯৭৪ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির প্রায় ২০ হাজার কর্মী রয়েছে। ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে চায়না লেসো গ্রুপের উৎপাদন কেন্দ্র রয়েছে।

বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উভয় পক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, এই জমি হস্তান্তরের মধ্য দিয়ে বেজা একটি বিনিয়োগবান্ধব ও কার্যকর উদ্ভাবনমুখী শিল্প পরিবেশ তৈরিতে আরও এক ধাপ এগিয়ে গেল। তিনি আশা প্রকাশ করেন চায়না লেসো গ্রুপের মত প্রতিষ্ঠানের হাত ধরে আরো কিছু প্রতিষ্ঠান অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে শুরু করবে।

চায়না লেসো গ্রুপের প্রতিনিধি বলেন, এই প্রকল্পের মাধ্যমে তারা শুধু আর্থিক মুনাফার দিকে নয়, বরং পরিবেশবান্ধব পণ্য, নবায়নযোগ্য জ্বালানি এবং সংশ্লিষ্ট সরবরাহ শৃঙ্খলা প্ল্যাটফর্ম তৈরিতে বিশেষ গুরুত্ব দেবে।

বেজা ও চায়না লেসো গ্রুপের প্রত্যাশা, এই বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি অর্থনৈতিক অঞ্চলের গুরুত্ব ও সম্ভাবনাকে আরো বৃদ্ধি করবে।

বর্তমানে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৫টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম চালাচ্ছে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের কারখানা নির্মাণাধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ
১৭ই আগস্ট থেকে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে : খাদ্য উপদেষ্টা
তিনশ’ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ওবায়দুল কাদের সাইকোপ্যাথ, হাসিনা ছিল রক্তখেকো : শিবির সভাপতি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৪
নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড 
সাক্ষী হয়ে আসামিদের ফাঁসি চাইলেন শহীদ আনাসের বাবা
অপরাধ দমনসহ উত্তম কাজের জন্য জুলাই মাসে ডিএমপির সেরা হলেন যারা
নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্রের পরিচর্যা : ডা. রফিক
১০