বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ১০.৪৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৮:৫০ আপডেট: : ১২ আগস্ট ২০২৫, ১৮:৫২
ছবি: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ফেসবুক পেইজ

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): চীনা প্রতিষ্ঠান বৈশিলি হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে গৃহস্থালি পণ্য ও ব্যাগ উৎপাদনকারী একটি শিল্পকারখানা স্থাপনে ১০.৪৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও বৈশিলি হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মধ্যে আজ রাজধানীর বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং বৈশিলি হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সান রানডং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই বিদেশি প্রতিষ্ঠানটি প্রতিবছর ২ কোটি ১৪ লাখ ১০ হাজার পিস বিভিন্ন ধরনের গৃহস্থালির জিনিসপত্র ও গৃহস্থালি সজ্জা সামগ্রীর পাশাপাশি ব্যাগও উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ৯৮৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বৈশিলি হাউজহোল্ডের এই বিনিয়োগকে স্বাগত জানান। তিনি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে কারখানা নির্মাণকাজ দ্রুত শুরু করার জন্য বৈশিলি হাউজহোল্ডকে আহ্বান জানান। এছাড়া, তিনি পরিবেশের বিষয় বিবেচনায় রেখে কারখানার ছাদে সোলার প্যানেল স্থাপন এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখার পরামর্শ দেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ. এস. এম. আনোয়ার পারভেজ এবং বৈশিলি হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
১০