আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২২:৫১

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় আজ শুক্রবার জানিয়েছে, চলতি বছরের মে মাসের শেষের দিক থেকে ১৩ আগস্ট পর্যন্ত আড়াই মাসে ফিলিস্তিনের গাজায় অন্তত ১ হাজার ৭৬০ জন নিহত হয়েছে। চলতি মাসের শুরুতে প্রকাশিত সংখ্যার তুলনায় এবারের প্রতিবেদনে নিহতের সংখ্যা কয়েকশ’ বেশি।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের মানবাধিকার কার্যালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৭ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত ১ হাজার ৭৬০ জন ফিলিস্তিনি ত্রাণ চাইতে গিয়ে নিহত হয়েছে। তাদের মধ্যে ৯৯৪ জনের মরদেহ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সাইটের আশেপাশে এবং ত্রাণ সরবরাহ কনভয়ের পাশে আরো ৭৬৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের বেশিরভাগই নিহত হয়েছে ইসরাইলি বাহিনীর গুলিতে।

গত ১ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি ত্রাণ চাইতে গিয়ে প্রাণ হারিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আজ শুক্রবার ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১২ জন ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিল।

এএফপি এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০