র‌্যালির পরিবর্তে খাল-নর্দমা পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে বিএনপি

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে পূর্বঘোষিত মঙ্গলবারের র‌্যালি বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করবে।

আজ সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভিডিও বার্তায় র‌্যালি বাতিল ও নতুন কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, ঢাকায় আমরা আমাদের কর্মসূচির মধ্যে কিছুটা পরিবর্তন এনেছি। আপনারা জানেন, আগামীকাল (মঙ্গলবার) আমাদের র‌্যালি কর্মসূচি রয়েছে। সেই র‌্যালি কর্মসূচিটি আমরা বাতিল করেছি।

র‌্যালি বাতিলের কারণ জানিয়ে তিনি বলেন, একটা র‌্যালি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। এতে মানুষের প্রচণ্ড দুর্ভোগ হয়, যানজট সৃষ্টি হয়। এই জনদুর্ভোগের কথা চিন্তা করেই আগামীকালের র‌্যালির কর্মসূচি বাদ দেওয়া হয়েছে।

রিজভী বলেন, র‌্যালির পরিবর্তে আগামীকাল (মঙ্গলবার) ঢাকা উত্তর এবং দক্ষিণ বিএনপি দুই এলাকায় যে সমস্ত খাল-ড্রেন-নর্দমা রয়েছে, সেটা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য তারা অভিযানে নামবে। মহানগরের দুই এলাকায় যে সমস্ত খাল, নদী অথবা ড্রেন-নর্দমা রয়েছে, সেগুলো পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডারসহ যা যা লাগে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজেরাই সেই কর্মসূচি পালন করবে। কর্মীরাই এই কাজ করবে, কাউকে ভাড়া করে নিয়ে এসে করা হবে না।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা আড়াইটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টাকেই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
দেশের সর্বশ্রেষ্ঠ শক্তি তরুণ প্রজন্ম: বাসস চেয়ারম্যান
১০