র‌্যালির পরিবর্তে খাল-নর্দমা পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে বিএনপি

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে পূর্বঘোষিত মঙ্গলবারের র‌্যালি বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করবে।

আজ সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভিডিও বার্তায় র‌্যালি বাতিল ও নতুন কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, ঢাকায় আমরা আমাদের কর্মসূচির মধ্যে কিছুটা পরিবর্তন এনেছি। আপনারা জানেন, আগামীকাল (মঙ্গলবার) আমাদের র‌্যালি কর্মসূচি রয়েছে। সেই র‌্যালি কর্মসূচিটি আমরা বাতিল করেছি।

র‌্যালি বাতিলের কারণ জানিয়ে তিনি বলেন, একটা র‌্যালি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। এতে মানুষের প্রচণ্ড দুর্ভোগ হয়, যানজট সৃষ্টি হয়। এই জনদুর্ভোগের কথা চিন্তা করেই আগামীকালের র‌্যালির কর্মসূচি বাদ দেওয়া হয়েছে।

রিজভী বলেন, র‌্যালির পরিবর্তে আগামীকাল (মঙ্গলবার) ঢাকা উত্তর এবং দক্ষিণ বিএনপি দুই এলাকায় যে সমস্ত খাল-ড্রেন-নর্দমা রয়েছে, সেটা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য তারা অভিযানে নামবে। মহানগরের দুই এলাকায় যে সমস্ত খাল, নদী অথবা ড্রেন-নর্দমা রয়েছে, সেগুলো পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডারসহ যা যা লাগে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজেরাই সেই কর্মসূচি পালন করবে। কর্মীরাই এই কাজ করবে, কাউকে ভাড়া করে নিয়ে এসে করা হবে না।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা আড়াইটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোহিঙ্গা বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহী ঢাকা ও আইসিআরসি
তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু
ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃষ্টি উপেক্ষা করে র‌্যালি
বাকৃবি শিক্ষার্থীদের দাবি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস
চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ডাস্টবিন বিতরণ 
দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা শুরু হচ্ছে ৩০ অক্টোবর
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা
ইসি স্বাধীনভাবে কাজ করছে, সরকারের সহযোগিতায় পূর্ণ প্রস্তুতি চলছে : সিইসি
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দেশের মানুষ তা প্রতিহত করবে : ডা. জাহিদ 
সকলের জন্য একটি সর্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে: পরিকল্পনা উপদেষ্টা 
১০