বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৯ আপডেট: : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
শনিবার রাজধানীর বিএমএ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদ মাধ্যমগুলোকে পাঠকের আস্থার জায়গা তৈরির আহ্বান জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তথ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর বিএমএ অডিটরিয়ামে গতকাল শনিবার ‘দৈনিক ঐশী বাংলা’ পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ আহ্বান জানান।

তিনি বলেন, সুস্থ সাংবাদিকতার চর্চায় পাঠক বস্তুনিষ্ঠ সংবাদ চায়।

তিনি আরো বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান শুধু বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারকে তাড়িয়ে দেয়নি বরং ৫০ বছরের আবর্জনা পরিষ্কার করার চেষ্টা করেছে। সেদিন তরুণরা বলেছিল কোটা নয়, মেধাভিত্তিক সমাজ গড়তে হবে।

উপদেষ্টা বলেন, ওরা মেধার কথা বলে আমাদের নতুন করে চিন্তার জায়গাটা তৈরি করে দিয়েছে, আমাদের সুযোগ দিয়েছে নতুন করে দেশকে নিয়ে ভাববার।

দেশ একটি ক্রান্তিলগ্ন অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সকলের সহযোগিতা নিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফুসফুস দিবস পালিত
নেত্রকোণায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণে চেক বিতরণ
মহাসপ্তমীতে জামালপুরের মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়
সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নারায়ণগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ডব্লিউএফপিকে ৩৪ লাখ ডলার প্রদান করেছে জাপান
সুনামগঞ্জে স্ট্যাডার্ড অপারেটিং প্রসিডিউর বিষয়ক কর্মশালা
তিস্তার বন্যা ও পানি শূন্যতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সরকারের প্রতি আইএফসি’র আহ্বান
ভোলায় জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১০