ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীর নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় ভিডিও দেখে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন কার্যক্রম নিষিদ্ধ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে জড়িত।
আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।
আজাদ মজুমদার বলেন, ঘটনার চারটি দিককে চিহ্নিত করে তদন্ত চলছে। পুলিশ ও প্রশাসনের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন এবং লাশ পুড়িয়ে ফেলা। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, কাজী আরিফ ওরফে কাজী অপু, যিনি কবর থেকে লাশ উত্তোলনের ঘটনায় সরাসরি জড়িত বলে চিহ্নিত হয়েছেন। এছাড়া আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তারা হলেন, হিরু মৃধা, সাধারণ সম্পাদক গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এবং মাসুদ মৃধা, সভাপতি উজানচর ইউনিয়ন ছাত্রলীগ।
উপ-প্রেস সচিব জানান, ‘ভিডিও ফুটেজ বিশ্লেষণ অব্যাহত রয়েছে। ঘটনায় যারা জড়িত বা তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, সবাইকে আইনের আওতায় আনা হবে।’
আজকের আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এই ঘটনার অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন কর্তাদের অবহিত করা হয়। বৈঠকে জানানো হয়, ঘটনাটির আগে স্থানীয় ‘ঈমান ও আকিদা রক্ষা কমিটি’ জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি পেয়েছিল। কিন্তু পরে তারা উশৃঙ্খল হয়ে ওঠে এবং অঙ্গীকার ভঙ্গ করে। এ ঘটনায় ওই কমিটির কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সহনশীল; তবে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা ব্যাহত হলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। ইতোমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি-সংক্রান্ত সমস্যার সমাধানে দুটি কমিটি গঠন করা হয়েছে, যাদের রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে। বদলীকৃতদের পূর্বের কর্মস্থলে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে এবং সাময়িক বরখাস্তের আদেশগুলো পর্যালোচনা করা হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, ‘গোয়েন্দা সূত্রে জানা গেছে, দেশবিরোধী শক্তি বিদ্যুৎ সমিতির আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তাই কর্মকর্তাদের কর্মবিরতির কোনো প্রয়োজন নেই।’