নেপালে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিমানের অতিরিক্ত ফ্লাইট

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১০

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কাঠমাণ্ডুতে রাজনৈতিক অস্থিরতায় ফ্লাইট স্থগিত হওয়ার পর নেপালে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ বৃহস্পতিবার একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে।

কাঠমাণ্ডুতে বাংলাদেশ দূতাবাস আজ জরুরি এক বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব যাত্রী কাঠমাণ্ডু থেকে ঢাকায় গত ৯ ও ১০ সেপ্টেম্বর ফিরে আসার কথা ছিল, কিন্তু পরিস্থিতির কারণে যাত্রা করতে পারেননি, তারা বিশেষ ফ্লাইট বিডি ৩৭৪-এ ভ্রমণ করতে পারবেন।

বিশেষ এই ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসার কথা রয়েছে।

দূতাবাস জানায়, সংশ্লিষ্ট যাত্রীদের দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে বিমানবন্দরে উপস্থিত হতে বলা হয়েছে।

দুই দিনের স্থগিতাদেশের পর আজ থেকে বিমান ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা ফ্লাইটও পুনরায় চালু করেছে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বাসস’কে বলেন, আজ দুপুর ১২টা ৩০ মিনিটে নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে।

রাজনৈতিক সংস্কারের দাবিতে তরুণদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে নেপাল সরকার গত ৯ ও ১০ সেপ্টেম্বর সাময়িকভাবে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে দেয়। এর ফলে কাঠমাণ্ডুতে বাংলাদেশিসহ বিদেশি বহু যাত্রী আটকা পড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা সামনে রেখে খুলনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা
রেমিট্যান্স প্রবাহে ১৯ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
বিএফআইডিসি আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভাবনা তৈরি করতে সক্ষম : রিজওয়ানা হাসান
গণপূর্ত অধিদপ্তরের দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি রিপুর দেশত্যাগের নিষেধাজ্ঞা
স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু কারাগারে
সাংবাদিক ভিসার মেয়াদ না কমাতে যুক্তরাষ্ট্রের প্রতি সংবাদ সংস্থাগুলোর আহ্বান
যত দ্রুত সম্ভব সঙ্কট নিরসনের চেষ্টা করছি : নেপালের প্রেসিডেন্ট
বগুড়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
১০