নেপালে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিমানের অতিরিক্ত ফ্লাইট

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১০

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কাঠমাণ্ডুতে রাজনৈতিক অস্থিরতায় ফ্লাইট স্থগিত হওয়ার পর নেপালে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ বৃহস্পতিবার একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে।

কাঠমাণ্ডুতে বাংলাদেশ দূতাবাস আজ জরুরি এক বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব যাত্রী কাঠমাণ্ডু থেকে ঢাকায় গত ৯ ও ১০ সেপ্টেম্বর ফিরে আসার কথা ছিল, কিন্তু পরিস্থিতির কারণে যাত্রা করতে পারেননি, তারা বিশেষ ফ্লাইট বিডি ৩৭৪-এ ভ্রমণ করতে পারবেন।

বিশেষ এই ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসার কথা রয়েছে।

দূতাবাস জানায়, সংশ্লিষ্ট যাত্রীদের দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে বিমানবন্দরে উপস্থিত হতে বলা হয়েছে।

দুই দিনের স্থগিতাদেশের পর আজ থেকে বিমান ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা ফ্লাইটও পুনরায় চালু করেছে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বাসস’কে বলেন, আজ দুপুর ১২টা ৩০ মিনিটে নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে।

রাজনৈতিক সংস্কারের দাবিতে তরুণদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে নেপাল সরকার গত ৯ ও ১০ সেপ্টেম্বর সাময়িকভাবে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে দেয়। এর ফলে কাঠমাণ্ডুতে বাংলাদেশিসহ বিদেশি বহু যাত্রী আটকা পড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিল্পকলায় শেষ হল দু’দিনের শারদীয় সাংস্কৃতিক উৎসব
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরে পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
ইসলামপুরের পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
১০