নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রীর সঙ্গে খাদ্য ও ভূমি উপদেষ্টার বৈঠক

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রী জিহাদ ডিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ছবি : পিআইডি

 ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকারের গ্রাহক পরিষেবা ও ডিজিটাল সরকার, জরুরি পরিষেবা এবং যুব বিচার মন্ত্রী জিহাদ ডিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, বিশেষ করে অংশ বিভাজনভিত্তিক ক্যাডাস্ট্রাল ডাটাবেজ সম্বলিত ভূমি মালিকানার সার্টিফিকেট (সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ-সিএলও) প্রচলনের বিষয়ে আলোচনা হয়।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ১১টায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস-এর পার্লামেন্ট ভবনে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিউ সাউথ ওয়েলস এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ডিজিটাইজড জরিপ, ভূমি ব্যবহারের জন্য ভূমি জোনিং, ভূমি নিবন্ধন ইত্যাদি বিষয়ে নিউ সাউথ ওয়েলস এর সর্বোত্তম ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে আলোচনা হয় এবং বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে এ সকল আধুনিক প্রযুক্তিনির্ভর পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার বিষয়ে উভয় দেশ একমত পোষণ করে। 

বাংলাদেশের বৃক্ষরাজি ও জীববৈচিত্র রক্ষার ক্ষেত্রে ভূমি জোনিং মানচিত্র তৈরি অপরিহার্য এবং এক্ষেত্রে নিউ সাউথ ওয়েলসের ভূমি জোনিং প্রাকটিস আমাদের জন্য অনুকরণীয় হতে পারে বলে উপদেষ্টা আলী ইমাম মজুমদার আশাবাদ ব্যক্ত করেন।

ডিপার্টমেন্ট অব ল্যান্ড এ্যাডমিনিসট্রেশন অব অস্ট্রেলিয়া (ডিওএলএ) জনগণের যথাযথ ভূমি অধিকার নিশ্চিত করার জন্য ভূমি মালিকানা সার্টিফিকেট (সিএলও) প্রস্তুতের জন্য সুপারিশ করেছে। এ সময় উপদেষ্টা বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকায়নে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা কামনা করেন।

আলী ইমাম মজুমদার এ সময় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর গ্রাহক পরিষেবা ও ডিজিটাল সরকার, জরুরি পরিষেবা মন্ত্রী এবং তার প্রতিনিধিদলকে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানালে তারা তাতে সম্মতি দেন ।

বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়াম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী, অতিরিক্ত সচিব সায়মা ইউনুস, যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মোঃ মোমিনুর রশীদ এবং উপসচিব মোঃ শহীদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০