কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৬
ছবি: সংগৃহীত

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চলমান ভ্রমণ বিঘ্নের মধ্যে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় ফুটবল দলসহ আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা নিরাপদে নেপাল থেকে দেশে ফিরেছেন।

জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ সি-১৩০ উড়োজাহাজে আজ বিকেলে কাঠমান্ডু ত্যাগ করে।

প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমন্বয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় সময় বিকাল ২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৫ মিনিট) ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। খেলোয়াড়দের সঙ্গে কর্মকর্তারাও একই ফ্লাইটে ফিরেছেন বলে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

অল্প সময়ে নিরাপত্তা ও ছাড়পত্রের ব্যবস্থা করায় নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানিয়েছে দূতাবাস।

এ ছাড়া, নেপালের সিভিল এভিয়েশন অথরিটির সহযোগিতায় বিমানের একটি অতিরিক্ত ফ্লাইট আজ ঢাকায় আসে। এতে ৯ ও ১০ সেপ্টেম্বর থেকে আটকে পড়া যাত্রীরা দেশে ফেরেন।

গত দুই দিনে কাঠমান্ডুর বিভিন্ন স্থান থেকে আটকে পড়া বাংলাদেশিদের খুঁজে বের করে সহায়তা দিতে দূতাবাস কর্মকর্তারা নিবিড়ভাবে কাজ করেছেন।

দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক দিনে প্রবাসী ও আটকে পড়া নাগরিকদের কাছ থেকে ৬০০টিরও বেশি ফোনকল এসেছে।

বাংলাদেশ দূতাবাস বলেছে, নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে তারা পূর্ণ সহায়তা অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০