জাকসু’র নির্বাচনী দায়িত্ব পালনকালে প্রভাষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩০
জান্নাতুল ফেরদৌস। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব পালনের সময় শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

তার নাম জান্নাতুল ফেরদৌস। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন জান্নাতুল ফেরদৌস। ভোটগণনার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, ওই শিক্ষক প্রীতিলতা হলের পোলিং অফিসার ছিলেন। আমি সেখানে রিটার্নিং অফিসার ছিলাম।

তিনি আরও বলেন, ‘সকালে ভোট গণনাকালে তিনি (জান্নাতুল ফেরদৌস) হঠাৎ গেইটের সামনে অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে তখনই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পথেই তিনি মারা যান।’

জাবির প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, শারীরিক ক্লান্তি ও পোলিং এজেন্টদের অনুপস্থিতির কারণে রাতে সব হল সংসদের ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি। তাই প্রীতিলতা হলের ভোট গণনার কাজ সকালে করার সিদ্ধান্ত হয়। ওই শিক্ষকও সহকর্মীদের সঙ্গে গণনা কেন্দ্রে এসেছিলেন, কিন্তু সিনেট হলের গেইটের কাছে হঠাৎ পড়ে যান। অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’

এই ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার
ভোলায় যৌথ অভিযানে ট্রলার ও বেহুন্দি জালসহ ৮ জেলে আটক
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: শফিকুল আলম
সাগর থেকে মেঘনা-তেতুলিয়ায় আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নদীতে ব্যস্ত জেলেরা
বায়ু, পলিথিন ও শব্দদূষণ রোধে ১,৫৪০ মোবাইল কোর্ট অভিযানে ৩৭৯৭টি মামলা দায়ের
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের নিকট বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মার্কিন মুদ্রাস্ফীতি অনুকূল হওয়ায় ঊর্ধ্বমুখী ধারায় বিশ্ব শেয়ারবাজার
ফ্রান্সের সাথে ইরানের বন্দী বিনিময় চুক্তি দ্বারপ্রান্তে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
১০