গত বছরের তুলনায় এবার অর্ধেকেরও কম ইলিশ যাবে ভারতে : মৎস্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সোমবার কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি : বাসস

কুড়িগ্রাম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, দুর্গাপূজায় সৌজন্য প্রদর্শন ও বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এ বছর ভারতে ১ হাজার ২শ’ মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে সরকার। তিনি জানান, এই পরিমাণ গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।

তিনি বলেন, প্রবাসী বাঙালিদের দাবির পরিপ্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ হাজার মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। ফলে প্রবাসী বাংলাদেশিরা দেশের মাছের স্বাদ উপভোগের সুযোগ পাবেন।

সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এসব তথ্য জানান।

এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফরিদা আখতার বলেন, এবছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হয়েছে, যার প্রভাব দেশের বাজারে পড়েছে। বাজারে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চলতি মাসেই দেশের বিভিন্ন স্থানে সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। নদীতে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি জেলেদের জন্য প্রণোদনা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও অব্যাহত থাকবে।

গবাদি পশুর রোগ নিয়ন্ত্রণ প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, গবাদি পশুকে এলএসডি (লাম্পি স্কিন ডিজিস) মুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জসহ চারটি জেলাকে সম্পূর্ণভাবে ভ্যাকসিনের আওতায় আনা হবে। পরবর্তীতে এই কার্যক্রম দেশের অন্যান্য জেলায়ও সম্প্রসারিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে পুলিশের 'ওপেন হাউজ ডে' 
জুলাই বিদ্রোহ সম্পর্কিত ফৌজদারি মামলার অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটি গঠন 
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ 
সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 
জনমত গঠনের লক্ষ্যে ৫ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক 
সীমান্ত পাহারায় বিজিবির সদস্যরা তৎপর ও সতর্ক অবস্থায় রয়েছে : রামু সেক্টর কমান্ডার
নতুন কুঁড়ি প্রতিযোগিতা বাস্তবায়নে রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা 
সারা দেশে ৩ হাজার ৪৭৫ জন নার্স নিয়োগ চূড়ান্ত করে পদায়ন করা হয়েছে : স্বাস্থ্য সচিব
গেটস ফাউন্ডেশনের সহায়তায় ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
১০