সারাদেশে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯
ফাইল ছবি

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আজ সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এছাড়া  রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। 

আজ  সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।

আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত
বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ২০২ মিলিমিটার। 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা পটুয়াখালীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং  আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত  সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং  আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৬ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের
নওগাঁয় বিশ্ব ডিম দিবস পালিত
ইউরোপের এক-তৃতীয়াংশ ডাক্তার ও নার্স বিষণ্নতায় ভুগছেন: ‘হু’
টাইমের ‘শ্রেষ্ঠ উদ্ভাবন ২০২৫’-এ স্থান পেল আইসিডিডিআর,বি’র অন্ত্র-সুস্থকারী খাবার
শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া মাচাদো
জাতীয় প্রেস ক্লাবের প্রয়াত ২০ সদস্যের স্মরণে স্মৃতিসভা 
কুয়াকাটায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
শান্তিরক্ষা মিশনের এক চতুর্থাংশ শান্তিরক্ষী ছাঁটাই: বিষয়টি বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত নয় : বাংলাফ্যাক্ট
তথ্য উপদেষ্টার বক্তব্য বিকৃত করে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক মতবিনিময় সভা
১০