সারাদেশে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯
ফাইল ছবি

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আজ সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এছাড়া  রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। 

আজ  সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।

আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত
বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ২০২ মিলিমিটার। 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা পটুয়াখালীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং  আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত  সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং  আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৬ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে আগস্টে মুদ্রাস্ফীতি হ্রাস, চালের দাম কিছুটা কমেছে
লক্ষ্মীপুরে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভোলার ইলিশ কলকাতার বাজারে, দুর্গোৎসবে স্বাদ নিচ্ছেন সনাতনীরা
বাগেরহাটে কোস্ট গার্ডের সচেতনতামূলক কর্মসূচি
পানির স্তর স্বাভাবিকে থাকায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ 
প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে চাইছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
উত্তর কোরিয়ার ড্রোন পরীক্ষা তদারকি কিমের, এআই উন্নয়নের নির্দেশ 
সারাদেশে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা
ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
১০