আগামী জাতীয় নির্বাচন একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না: উপদেষ্টা ফারুক-ই-আজম

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭
সোমবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। কিন্তু এ নির্বাচন আগের মতো একদেশদর্শী, একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না। 

আজ সোমবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, দেশের স্বার্থে জনগণ যাকে পছন্দ করবে তাকে সরকার হিসেবে মেনে নিবে। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হবে। নির্বাচন কমিশন ও সরকারসহ আমরা সবাই নির্বাচন করার জন্য উদগ্রীব হয়ে আছি। সম্মিলিতভাবে দেশটাকে গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা নিসংকোচে নিজের ভোটাধিকার প্রয়োগ করা, সেটাই নিশ্চিত হবে। 

উপদেষ্টা বলেন, দূর্গাপূজার সময় সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে। কারো একটি ছোট ভুলের কারণে যাতে পূজামণ্ডপে কোন অসুবিধার সৃষ্টি না হয় সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী আছে। সেখানকার স্থানীয় প্রশাসন আছেন, তারা স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে যারা দোষী তাদের শাস্তির আওতায় নিয়ে আসবে।

অনুষ্ঠানে এ সময় মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম, মিরসরাই পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক: গাজায় ‘সামরিক স্বাধীনতা’ বজায় রাখার দাবি ইসরাইলি মন্ত্রীর
পূর্ব স্পেনে ভারী বৃষ্টিপাতের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ‘রেড এলার্ট’ জারি
গাজা ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ
জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে উপহার প্রদান 
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফুসফুস দিবস পালিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু 
নেত্রকোণায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণে চেক বিতরণ
১০