সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি'র

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২০:৪৪ আপডেট: : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:৩১
মঙ্গলবার সাভারে সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণে অতিথিরা। ছবি : বাসস

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

আজ মঙ্গলবার সাভার ব্রাক সিডিএমে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

একইসঙ্গে সামাজিক ও আচরণ পরিবর্তনের (এসবিসি) বিষয়ে আরও বেশি গবেষণা পরিচালনার জন্য তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও গবেষকদের তাগিদ দিয়েছেন।

জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল (ইউনিসেফ) ও ইউজিসি একটি যৌথ অংশীদারিত্বের আওতায় দুইদিনের এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

ইউজিসি'র ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ডিভিশনের (আইসিডি) পরিচালক জেসমিন পারভীন, ইউনিসেফ’র এসবিসি সেকশন প্রধান ব্রিজেট জব-জনসন ও একই প্রতিষ্ঠানের এসবিসি প্রোগ্রাম ম্যানেজার বদরুল হাসান বক্তব্য প্রদান করেন।

ড. আনোয়ার হোসেন বলেন, সামাজিক ও আচরণ পরিবর্তনে সৃষ্ট সমস্যাগুলো সঠিকভাবে তুলে ধরা, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসার জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করা জরুরি। এ ছাড়া নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

পরিচালক জেসমিন পারভীন বলেন, এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আচরণ বিজ্ঞান নিয়ে গবেষণা পরিচালনাসহ সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে ফেলোশিপ, স্বল্প মেয়াদি কোর্স চালু, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন করা যেতে পারে।

এ ছাড়া এ কর্মসূচির অধীনে শিশু ও মায়েদের স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।

ব্রিজেট জব-জনসন বলেন, সামাজিক ও আচরণ পরিবর্তনে সচেতনতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। এ বিষয়ে গবেষণালব্ধ জ্ঞান ও যোগাযোগ দক্ষতা দিয়ে তারা সমাজ ও জনসাধারণের আচরণ পরিবর্তন করতে পারেন।

ইউজিসির উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে ২০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০জন শিক্ষক ও গবেষক অংশ নিয়েছেন। 

এ ছাড়া আইসিডি’র সিনিয়র সহকারী পরিচালক খন্দকার সাবাহাত রিজভীসহ ইউজিসি ও ইউনিসেফের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাচারের সময় আটক গৌতম বুদ্ধের মূর্তিটি পরীক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর নির্দেশ
সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে : ডা. তাহের
পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার
গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা 
জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল ছাড়ানোর চেষ্টায় একজন আটক
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বগুড়ায় গণশুনানি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি : দুদক
১০