সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি'র

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২০:৪৪ আপডেট: : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:৩১
মঙ্গলবার সাভারে সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণে অতিথিরা। ছবি : বাসস

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

আজ মঙ্গলবার সাভার ব্রাক সিডিএমে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

একইসঙ্গে সামাজিক ও আচরণ পরিবর্তনের (এসবিসি) বিষয়ে আরও বেশি গবেষণা পরিচালনার জন্য তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও গবেষকদের তাগিদ দিয়েছেন।

জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল (ইউনিসেফ) ও ইউজিসি একটি যৌথ অংশীদারিত্বের আওতায় দুইদিনের এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

ইউজিসি'র ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ডিভিশনের (আইসিডি) পরিচালক জেসমিন পারভীন, ইউনিসেফ’র এসবিসি সেকশন প্রধান ব্রিজেট জব-জনসন ও একই প্রতিষ্ঠানের এসবিসি প্রোগ্রাম ম্যানেজার বদরুল হাসান বক্তব্য প্রদান করেন।

ড. আনোয়ার হোসেন বলেন, সামাজিক ও আচরণ পরিবর্তনে সৃষ্ট সমস্যাগুলো সঠিকভাবে তুলে ধরা, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসার জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করা জরুরি। এ ছাড়া নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

পরিচালক জেসমিন পারভীন বলেন, এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আচরণ বিজ্ঞান নিয়ে গবেষণা পরিচালনাসহ সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে ফেলোশিপ, স্বল্প মেয়াদি কোর্স চালু, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন করা যেতে পারে।

এ ছাড়া এ কর্মসূচির অধীনে শিশু ও মায়েদের স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।

ব্রিজেট জব-জনসন বলেন, সামাজিক ও আচরণ পরিবর্তনে সচেতনতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। এ বিষয়ে গবেষণালব্ধ জ্ঞান ও যোগাযোগ দক্ষতা দিয়ে তারা সমাজ ও জনসাধারণের আচরণ পরিবর্তন করতে পারেন।

ইউজিসির উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে ২০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০জন শিক্ষক ও গবেষক অংশ নিয়েছেন। 

এ ছাড়া আইসিডি’র সিনিয়র সহকারী পরিচালক খন্দকার সাবাহাত রিজভীসহ ইউজিসি ও ইউনিসেফের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
আইপিএল: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব
১০