ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর: ৮ মামলায় গ্রেফতারের নির্দেশ

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭
সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ফাইল ছবি

চট্টগ্রাম, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। 

একইসঙ্গে পৃথক তিন আদেশে আট মামলায় তাকে গ্রেপ্তারের (শ্যোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছে আদালত।  

আজ বুধবার চট্টগ্রামের তিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। 

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।

চট্টগ্রাম আদালতের জেলা পুলিশের পরিদর্শক হাবীবুর রহমান বলেন, আজ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আটটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরমধ্যে মীরসরাই ও জোরারগঞ্জ থানায় দায়ের করা পাঁচটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে। 

দুটি মামলার শুনানি হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিনের আদালতে এবং অপর একটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে।

চট্টগ্রাম জেলা আদালতের পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, মোশাররফ হোসেনের পক্ষে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আদালতে তা নামঞ্জুর করা হয়েছে। তার পক্ষে ডিভিশনের আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত এ বিষয়ে কারাবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

জানা গেছে, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর সকালে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে ঢাকায় একটি এবং চট্টগ্রামে আটটিসহ মোট নয়টি মামলা রয়েছে।

২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং মকবুল নামের দলের এক কর্মীকে হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এজাহারভুক্ত আসামি। মাহফুজার রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলাটি করেন।

এছাড়া ২০২২ সালের ১২ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে গাড়ি বহরে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান আসামি করে গত বছরের ২৪ অক্টোবর মিরসরাই থানায় মামলা হয়। ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।  

বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক মো. ইউছুফ মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। গত বছরের ২৪ নভেম্বর জোরারগঞ্জ থানায় হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফকে হুকুমের আসামি করে মামলা করেন যুবলীগ নেতা ইউছুফ মিয়া। 

২০২২ সালের ১১ মার্চ বারইয়ারহাট পৌর এলাকায় খান সিটি সেন্টারের সামনে অস্ত্র ও হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফকে প্রধান আসামি করে জোরারগঞ্জ থানায় গত বছরের ২৪ অক্টোবর মামলা করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন। 

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ভাঙচুর ও হামলার অভিযোগে চট্টগ্রাম নগরী ও মিরসরাই ও জোরারগঞ্জ থানায় আরও অর্ধডজন মামলা রয়েছে।   

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর মোশাররফ হোসেনকে ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
আইপিএল: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব
১০