বাসস
  ১৯ জানুয়ারি ২০২৫, ২১:০৬
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২৩:৪৫

জিয়াউর রহমান ছিলেন আত্মনির্ভরশীল রাষ্ট্রের পথ প্রদর্শক : রুহুল কবির রিজভী

রোববার বগুড়ায় বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ছবি : বাসস

বগুড়া, ১৯ জানুয়ারি,২০২৫ (বাসস) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আত্ননির্ভরশীল রাষ্ট্রের পথ প্রদর্শক। তিনি ছিলেন দেশপ্রেমিক মহানায়ক। স্বাধীনতার ঘোষক। আধুনিক বাংলাদেশের রূপকার।

রিজভী বলেন, বগুড়ার এই পবিত্র ভূমিতে দেশের মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ জিয়াউর রহমান জন্মগ্রহণ করেছিলেন। আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তার অবদানকে এ দেশের সকল স্তরের মানুষ আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রোববার বগুড়া জেলা বিএনপি আয়োজিত রায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, অতি অল্প সময়ের মধ্যে একটি দেশকে উন্নত করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। সাড়ে তিন বছরে জিয়াউর রহমান নিজে চৌদ্দ শ’ খাল খনন করেছিলেন, সাড়ে ২৭ হাজার পল্লী চিকিৎসক তৈরি করেছিলেন। দেশর প্রত্যন্ত অঞ্চলে  চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিয়েছিলেন। জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণের পর সকল সেক্টরে কৃতিত্বের ছাপ রেখেছেন। এদেশের মানুষের আত্মনির্ভরশীলতার পথ প্রদর্শক  ছিলেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, দেশের শিক্ষা, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ক্ষেত্রে জিয়াউর রহমান বিপ্লব ঘটিয়েছিলেন। জিয়াউর রহমান ম্যানপাওয়ার (জনশক্তি) তৈরি করেছিলেন। যারা এখন পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি ও বাণিজ্য করছে।

রিজভী আহমেদ বলেন, পলাতক, অবৈধ প্রধানমন্ত্রী ও তার আত্মীয়-স্বজন ১৫ বছরে দেশ থেকে হাজার হাজার, লক্ষ কোটি টাকা পাচার করেছে। ঢাকার পূর্বাচলে অবৈধভাবে শত কোটি টাকার জমি তারা নিজেদের নামে লিখে নিয়েছে। অথচ জিয়াউর রহমানের নামে কোথাও কোন জায়গা ছিল না। দেশের কোথাও তার সম্পত্তি নেই। সেই সময়ের সরকার তাকে থাকার জায়গা দিয়েছিলেন। ৭১ সালে যখন কোন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহনে সবাই ব্যর্থ ছিল, তখন একজন মেজর সেই সিদ্ধান্ত নিয়ে জাতি ও দেশকে রক্ষা করেছেন। যুদ্ধে নেমেছিলেন।
 
শহীদ জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করে তিনি বলেন, তার সুযোগ্য সহধর্মিনী সুখে দু:খে সংকটে এ জাতিকে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র যখনই বাধাগ্রস্ত হয়েছে তখনই তিনি পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করেছেন। অবৈধ সরকার বারবার নিপীড়ন, নির্যাতনে চালিয়েছে বেগম খালেদা জিয়ার ওপর।

একটি ভাঙ্গা বিধ্বস্ত কারাগারের মধ্যে রেখে পৃথিবী থেকে তাকে বিদায় করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন। দেশে পরিবর্তন এসেছে, শেখ হাসিনা পালিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন চিকিৎসাধীন রয়েছে লন্ডনে। মহান রাব্বুল আলামিন যেন তার নেক হায়াত দান করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্ট পরিষদ সদস্য সাবেক মেয়র এ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর সাইলাম স্বাধীন, শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, সাহাদত হোসেন, শেখ তাহাউদ্দিন নাহিন, সাজাদুজ্জামান সিরাজ জয়, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান,বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা বেলায়েত হোসাইন।