ভোরের কাগজ কর্মীদের মানববন্ধন: পাঁচদিনের আল্টিমেটাম সাংবাদিক নেতাদের

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২১:০৫
ভোরের কাগজ অফিসের সামনে আজ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫(বাসস):  দৈনিক ভোরের কাগজ থেকে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের ছাঁটাই করে ডিক্লারেশন বাঁচাতে ক্ষুদ্র একটি টিম নিয়ে পত্রিকা প্রকাশের উদ্যোগের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন পত্রিকার সাংবাদিক-কর্মচারীরা।

রাজধানীর মালিবাগের মৌচাক এলাকায় ভোরের কাগজ অফিসের সামনে আজ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক-কর্মচারীদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন। সমাবেশে ভোরের কাগজের সাংবাদিক-কর্মচারীদের দাবি দাওয়া পূরণে পাঁচ দিনের আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।

বিক্ষোভ সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, এখানে এসে যেটা শুনলাম, তা আমাকে মর্মাহত করেছে। ভোরের কাগজের প্রতিষ্ঠালগ্ন থেকে একজন কর্মচারী ৩৩ বছর চাকরি করে এখন সে বেতন পাচ্ছে ১৫ হাজার টাকা। এটা কোনো সভ্য সমাজে কল্পনা করা যায়! এর চেয়ে নির্মমতা আর কী হতে পারে। অথচ এই পত্রিকাটি অষ্টম ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিক-কর্মচারীদের সব সুযোগ-সুবিধা দেওয়ার শর্তে সরকারের কাছ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা আদায়  করেছে। কিন্তু যাদের কথা বলে এই সুযোগ-সুবিধা আদায় করেছে, তাদের বছরের পর বছর বঞ্চিত করেছে। এখন সময় এসেছে সব বঞ্চণার অবসানের। আর কালক্ষেপন নয়, অনতিবিলম্বে আমার সাংবাদিক সহকর্মীদের সব দেনা-পাওনা পরিশোধ করতে হবে।

তিনি মালিকপক্ষকে হুঁশিয়ারি উচ্চরণ করে বলেন, আগামী পাঁচদিনের মধ্যে অষ্টম ওয়েজবোর্ড অনুযায়ী ভোরের কাগজের সব সাংবাদিক-কর্মচারীদের দাবি পূরণ করতে হবে। অন্যথায় আমরা ভোরের কাগজের সাংবাদিক-কর্মচারীদের পাশে থেকে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণার মাধ্যমে দাবি আদায় করে ছাড়বো।

ভোরের কাগজের সাংবাদিক-কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার বলেন, মালিকপক্ষ সরকার এবং সাংবাদিক-কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেছে। তারা সরকারের কাছ থেকে সব সুযোগ-সুবিধা নিয়েও সাংবাদিক-কর্মচারীদের বঞ্চিত করেছে। এই প্রতারণার জবাব তাদের দিতে হবে। আমরা ভোরের কাগজের সহকর্মীদের রুটি-রুজির দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আপনাদের পাশে আছি এবং থাকবো।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও ডিইউজের সাবেক সহসভাপতি শাহীন  হাসনাত বলেন, স্বৈরাচার আর ফ্যাসিবাদের দোসর শ্যামল দত্তের নাম পত্রিকার প্রিন্টার্স লাইনে এখনো থাকে কি করে! তার নাম প্রিন্টার্স লাইন অবিলম্বে বাদ দিতে হবে।

ডিইউজের সাংগঠনিক সম্পাদক সাঈদ খান বলেন, পত্রিকা বন্ধের পাঁয়তারা করবেন না। বন্ধ করতে হলে আমার সহকর্মীদের সব দেনা-পাওনা পরিশোধ করে তারপর করবেন। অন্যথায় পরিনাম ভালো হবে না। চারদিক থেকে প্রতিবন্ধকতা তৈরি করা হবে।

ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন বলেন, কেউ সাংবাদিকদের চেয়ে প্রভাশালী নয়। আমার সহকর্মীদের দাবি-দাওয়া পূরণ না হলে কাউকে ভালো থাকতে দেওয়া হবে না। সহকর্মীদের দাবি-দাওয়া আদায় না হলে সংশ্লিষ্টদের পালিয়ে যেতে বাধ্য করা হবে।

সমাবেশে বক্তব্য দেন ডিইউজের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, ডিইউজের নির্বাহী সদস্য এম মোশাররফ হোসাইন, ভোরের কাগজের সম্পাদকীয় বিভাগের ইনচার্জ সালেক নাসির উদ্দিন, সার্কুলেশন বিভাগের ইনচার্জ তসলিম চৌধুরী, প্রধান প্রতিবেদক খোন্দকার কাওছার হোসেন, ডেস্ক নির্বাহী মো. আক্কাছ আলী।

উপস্থিত ছিলেন, যুগ্ম বার্তা সম্পাদক মুকুল শাহরিয়ার, বিজ্ঞাপন বিভাগের ডেপুটি ম্যানজার নুর মোহাম্মদ স্বপন, কম্পিউটার বিভাগের ইনচার্জ গোলাম কিবরিয়া, আইটি বিভাগের ইনচার্জ মেহেদী হাসান, স্পোর্টস ইনচার্জ শামসুজ্জামান শামস, উৎপাদন বিভাগের ইনচার্জ শরণ হাওলাদার প্রমুখ। এছাড়া মানববন্ধন ও সমাবেশে ভোরের কাগজের সব বিভাগের সাংবাদিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভোরের কাগজ যেহেতু ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে। এমন ঘোষণা দিয়ে সরকার থেকে ৯০০/-টাকা কলাম ইঞ্চি বিজ্ঞাপনসহ সকল সুযোগ-সুবিধা নিয়েছে। কিন্ত সাংবাদিক কর্মচারীদের ওয়েজ বোর্ডের বেতন স্কেলের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। কোনো নিয়োগপত্র দেয়নি। আজকের কর্মসূচি থেকে নিয়োগপত্র, ওয়েজবোর্ড বাস্তবায়নসহ সমস্ত বকেয়া বেতনসহ সার্ভিস বেনিফিট দিতে হবে বলে ঘোষণা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নড়াইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী
নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী
দুর্নীতির তদন্তের আওতায় চীনের সিকিউরিটিজের সাবেক প্রধান
গাজার ত্রাণ নৌযাত্রায় যোগ দেবেন ম্যান্ডেলার নাতি
বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন
ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না: আদিলুর রহমান খান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নারী ফুটবল সম্প্রসারণে অগ্রণী ভূমিকা রাখছেন কামরুন্নাহার মুন্নি
পটুয়াখালীতে যৌথ অভিযানে মাদক ও জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ
১০