সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ ও জাকির হোসেনের বিরুদ্ধে প্রতিবেদন ২১ এপ্রিল

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৮:১৫

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ (চুমকি) ও মো. জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব পৃথক দুই মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এদিন ধার্য করেন।

এর আগে মঙ্গলবার তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করে দুদক।

মেহের আফরোজের মামলার অভিযোগে বলা হয়েছে, মেহের আফরোজ অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৫৬ টাকার সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন। 

এ ছাড়া তিনি নিজ নামে ৯টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৩২ লাখ ১৯ হাজার ১১৭ টাকা জমা এবং ৯ কোটি ৯৯ লাখ ৩১ হাজার ৫৭ টাকা উত্তোলনের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধ করেছেন।

জাকির হোসেনের মামলার অভিযোগে বলা হয়েছে, জাকির হোসেন অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন। 

তিনি নিজ নামে ৯টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ২৭৭ টাকা জমা এবং ১২ কোটি ৮৯ লাখ ১২ হাজার ৮১০ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইসিই’র অভিযানে গ্রেফতার মার্কিন নাগরিকের ৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি 
ইসরাইলি হামলায় সানায় নিহত ৯, আহত ১৭০ 
বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সমঝোতা স্মারক সই
নেতানিয়াহু জাতিসংঘে প্রতিবাদী ভাষণ দেবেন
ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন
রংপুরে পিকআপে ট্রাকের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩
বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ : শিক্ষা উপদেষ্টা
বগুড়ায় ১০৪ মণ্ডপ অতি ঝুঁকিপূর্ণ, থাকবে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
১০