অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি’র বিশ্বাস আছে: ড. মঈন খান 

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৯:০৯
আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: বাসস

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বতী সরকরের ওপর যে গুরু-দায়িত্ব অর্পিত হয়েছে, তারা দেশের ১৮ কোটি মানুষকে এই অধিকার ফিরিয়ে দেবে।

আজ বুধবার দুপুরে যুক্তরাজ্য বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। 

এ সময় তার সঙ্গে ছিলেন যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি আবেদ রাজা।

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের সরকার। আমরা বিশ্বাস করি, তাদের ওপর ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যে গুরু-দায়িত্ব অর্পিত হয়েছে, তারা দেশের ১৮ কোটি মানুষকে এই অধিকার ফিরিয়ে দেবে।’

ড. আব্দুল মঈন খান বলেন, ‘যে গণতন্ত্রের জন্য ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা ইনশাআল্লাহ, পুনরায় বাংলাদেশে সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব।’ 

দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে অত্যাবশকীয় যে যে সংস্কারগুলো রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করে সরকার জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে দেবে- এমন প্রত্যাশা রাখছি। 

তিনি আরও বলেন, এ কারণেই বিএনপি সর্বোতভাবে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার যে গুরু দায়িত্ব তাদের ওপর রয়েছে, তারা যেন তা সঠিকভাবে পালন করতে পারে।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে জানিয়ে ড. মঈন খান বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নতুন কিছু নয়, তারা বাধ্য হয়েছে ২০২৪ সালে। ঠিক যেভাবে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়ে গিয়েছিল।

গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে উল্লেখ করে- বিএনপির শীর্ষ এই নেতা বলেন, তারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করলেও তারা ছিল স্বাধীনতার বিপক্ষের শক্তি। 

ড. মঈন খান বলেন, আওয়ামী লীগ ১৯৭১ পরবর্তী সময়ে সংসদের ভেতরে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল গঠন করেছিল। আর গত ১৫ বছরে এই দেশে অলিখিত বাকশাল কায়েম করেছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০