আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না: আখতার হোসেন

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫২
বৃহস্পতিবার দুপুরে রংপুরের কাউনিয়া বাজারে গণসংযোগ করেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। ছবি: বাসস

রংপুর, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। যারাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও দেশের জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে।’

বৃহস্পতিবার দুপুরে রংপুরের কাউনিয়া বাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। 

আখতার হোসেন বলেন, আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসার পাঁয়তারা করছে। এটা স্পষ্ট যে, দিল্লীর সঙ্গে সম্পর্ক থাকায় এ ধরনের কথা বলা সম্ভব। দিল্লীর মদদেই হয়তো বলা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশে যদি পতিত ফ্যাসিবাদিদের কোনো আস্তানা, রূপ বা আস্ফালন ঘটে, তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো তাদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নিতে।’

পথসভায় উপস্থিত ছিলেন- রংপুরের সংগঠক আলমগীর নয়ন, এম আলমগীর কবির, ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, এম আই সুমন, খন্দকার ময়নুল হক মীম ও রিফাত হাসান প্রমুখ।

এর আগে তিনি কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১ হাজার দুঃস্থ নারী ও পুরুষের হাতে শীতবস্ত্র বিতরণ করেন।

পরে তিনি কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কাউনিয়া ও পীরগাছা উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়সভা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
১০