জুলাই বিপ্লবের ঐক্য ধরে রাখতে হবে : ড. মাহমুদুর রহমান

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ২০:২৯
আজ চট্টগ্রাম প্রেসক্লাব (সিপিসি) দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের জন্য এক সংবর্ধনার আয়োজন করেছে। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, বিভক্তি নয় বরং জুলাই বিপ্লবের সময়ে অর্জিত ঐক্য ধরে রাখতে হবে।

আজ সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে সংবর্ধনা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের ঐক্য আমাদের ধরে রাখতে হবে। বিভক্তি আমাদের সবচেয়ে বড় শত্রু এবং অনেকেই তার সুযোগ নিতে চায়। পুরাতন রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা বেশি। তাই তাদের কাছে অনুরোধ, একটু শান্ত হোন। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে, ঐক্য বিনষ্ট হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না।’

জুলাই-আগস্ট আন্দোলনের সকল শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করে মাহমুদুর রহমান বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষার পর বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তবে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। যারা এ আন্দোলনে পরাজিত হয়েছে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে।

ষড়যন্ত্র ঠেকাতে রাজনীতিবিদ ও ছাত্রজনতার বিশেষ করে রাজনীতিবিদদের দায় বেশি উল্লেখ করে তিনি বলেন, ‘শারীরিক উপস্থিতি না থাকলেও, জুলাই আন্দোলনে আমার মানসিক উপস্থিতি ছিল। ৫ আগস্টে আমাদের যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যে ফাটল ধরার অপচেষ্টা হচ্ছে। এরই অংশ হিসেবে ষড়যন্ত্রকারীরা নানান খেলা খেলে যাচ্ছে, কারণ তারা বাংলাদেশে আবার ফ্যাসিবাদের উত্থান ঘটাতে চায়।’

তিনি বলেন, ‘আমাদের প্রকৃত স্বার্থ হলো স্বাধীন সংবাদপত্র তৈরি করা। যে দলই ক্ষমতায় আসুক, দৈনিক আমার দেশের এডিটোরিয়াল পলিসি অপরিবর্তিত থাকবে। আমি ১১ বছর মাঠের বাইরে ছিলাম, কিন্তু স্বাধীনতার পক্ষে আমার লড়াই ছিল এবং থাকবে। জুলাই বিপ্লবের শহীদদের আমরা যেন না ভুলি। তাদের ত্যাগ আমাদের ঐক্য ধরে রাখার শক্তি জোগাবে।’

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, দৈনিক ইজতিহাদ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দরী, মুস্তফা নঈম, গোলাম মওলা মুরাদ, শাহনেওয়াজ রিটন, সম্মিলিত পরিষদ ও ড্যাবের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, এ্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলমসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০