আহত মধুপুর পীরের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে কায়কোবাদ

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ২১:১৭
শনিবার হাসপাতালে পীরকে দেখতে যান বিএনপি নেতা কায়কোবাদ। ছবি : বাসস

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সড়ক দুর্ঘটনায় আহত মধুপুর পীর সাহেবের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

এ সময় দেশবাসীর কাছে পীর সাহেবের সুস্থতার জন্য তিনি দোয়া চেয়েছেন।

আজ শনিবার রাজধানীর ধুপখোলায় অবস্থিত আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এই পীরের খোঁজ নিতে যান বিএনপির এই নেতা। এ সময় তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তিনি কুশলাদি বিনিময় করেন এবং সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পীরের সাথে দেখা করে কায়কোবাদ বলেন, ‘উনি আমাদের মাথার তাজ, আমাদের মুরুব্বি। উনি আমাদের জন্য অনেক বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। উনাকে এই অবস্থায় দেখে আমার হৃদয় কাঁদে। এই বয়সে এতবড় দুর্ঘটনা, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। উনি এবং ওনার পরিবার দীর্ঘ ১৫-১৬ বছর অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছে। আল্লাহ ওনাকে রহম করুন। আপনারা সকলে ওনার  জন্য দোয়া করবেন।’

মধুপুর পীরের খবর নেওয়া শেষে লালবাগ শাহী মসজিদে পাশে শায়িত লালবাগ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনীর কবর জিয়ারত করেন এই বিএনপি নেতা। 

এ সময় মাদ্রাসার নেতারা, ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমদ, মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী তাকে অভ্যর্থনা অভ্যর্থনা জানান। সফরসঙ্গী হিসেবে ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ’র প্রচার সম্পাদক, কারা নির্যাতিত নেতা মাওলানা গাজী ইয়াকুব ওসমানী।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০