বাসস
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০১

‘সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার জন্য সবাইকে সোচ্চার হতে হবে’

শনিবার রাজধানীতে দুর্নীতিবিরোধী আলোচনায় অতিথিরা। ছবি : বাসস

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্নীতির বিরুদ্ধে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, আগামী প্রজন্মকে সত্য কথা বলা ও ন্যায়ের পক্ষে সোচ্চার হতে হবে।

তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রাথমিক পর্যায় থেকে শ্লোগান দিয়ে জাতীয়ভাবে প্রচারণা শুরু এবং সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার জন্য সবাইকে সোচ্চার হতে হবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর শেল টাওয়ার মিলনায়তনে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে সংগঠনের সদস্য ও সাবেক বিচারক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচন সভায় বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. লুৎফর রহমান, লে, জেনারেল (অব.) ড. হাসান সরওয়ার্দী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ও গবেষক সারোয়ার ওয়াদুদ চৌধুরী ও প্রকৌশলী আনোয়ার হোসেন।

বক্তারা আরও বলেন, নিজ নিজ প্রতিষ্ঠান ও ব্যক্তি জীবন থেকে দুর্নীতির বিরুদ্ধে ‘তুই দুর্নীতিবাজ’ এই শ্লোগানকে সামনে নিয়ে জাতীয়ভাবে প্রচারণা শুরু করতে হবে।

তারা বলেন, প্রকৃত গণতন্ত্র ও স্বচ্ছ ভোটাধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে সারাদেশে  সৎ সাহসী দেশপ্রেমিকদের নেতৃত্বে গণআন্দোলন গড়ে তুলতে হবে।