হত্যাকারীদের বিচার হচ্ছে না বলেই তারা ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে : ড. খন্দকার মোশাররফ 

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪১
শনিবার কুমিল্লায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : বাসস

কুমিল্লা উত্তর, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এখনও হত্যাকারীদের বিচারে দৃশ্যমান উদ্যোগ নেয়া হয়নি। তাই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে। 

আজ শনিবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে উপজেলা সদরের বালুর মাঠে অনুষ্ঠিত সভায়  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ড. খন্দকার মোশাররফ হোসেনের ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন। গণহত্যাকারী আওয়ামী লীগের অবৈধ কর্মসূচির প্রতিবাদে ও দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। 

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বারবার অবৈধভাবে ক্ষমতায় গিয়ে লুটপাট করে বাবা শেখ মুজিবকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছে তার কন্যা শেখ হাসিনা। জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে ম্যুরাল তৈরি করেছে। তাই জনগণ তা ভাঙচুর করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। 

তিনি বলেন, বিগত দিনে শেখ হাসিনার সরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকেও  মিথ্যা মামলা দিয়ে কারাগাওে পাঠিয়েছে। বিএনপির আন্দোলনের ধারাবাহিকতায়  ছাত্র-জনতার আন্দোলন সফলতা পেয়েছে। কিন্তু একটি চক্র এখনও আমাদের অর্জনকে নস্যাতের চেষ্টা করছে। আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচনে তিনশ’ আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো।

প্রধান বক্তা ড. খন্দকার মারুফ হোসেন বলেন, বিগত দিনে আওয়ামী লীগ দাউদকান্দিতে খুনের রাজত্ব কায়েম করেছিলো। বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়েছে। 

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি দাউদকান্দিতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখলে তাদের পরিণতি ধানমন্ডির পরিস্থিতির মতো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় বিমান থেকে ২৫ টন ত্রাণ সামগ্রী ফেলেছে জর্ডান ও আমিরাত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার
গাজায় ‘অনাহারক্লিষ্ট’ বেসামরিক জনগণকে সাহায্য দিতে নেতানিয়াহুকে মের্ৎসের আহ্বান
মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স বাস্তবায়নে অটল রয়েছে সরকার
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও ক্রীড়া প্রতিযোগিতা
মেসিহীন ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল মায়ামি
১০