গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক কনস্টেবল সুজনের এক দিনের রিমান্ড

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪২
সাবেক কনস্টেবল সুজন হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর চানখাঁরপুলে গুলি করে নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক কনস্টেবল সুজন হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার সুজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন একদিনের রিমান্ডের আবেদন করলে এ আবেদন মঞ্জুরের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল তাকে আগামী ১২ ফেব্রুয়ারি (বুধবার) রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এর পাশাপাশি, আজ উত্তরা, রামপুরা ও গুলশান এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদনের বিষয়ে প্রসিকিউশনের করা পৃথক তিনটি আবেদনও মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল ।

আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দায়ে করা মামলায় সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল এবং ১২ জানুয়ারি তাকে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

মামলার সূত্র থেকে জানা যায়, ৫ আগস্ট বেলা ১১টায় চানখাঁরপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সাবেক কনস্টেবল সুজনকে কখনও দাঁড়িয়ে, কখনও বা শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গেছে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
যেকোনো সিরিজ জয় খেলোয়াড়দের পরবর্তী সিরিজে ভালো খেলতে উৎসাহিত করে : মিনহাজুল
১০