গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক কনস্টেবল সুজনের এক দিনের রিমান্ড

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪২
সাবেক কনস্টেবল সুজন হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর চানখাঁরপুলে গুলি করে নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক কনস্টেবল সুজন হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার সুজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন একদিনের রিমান্ডের আবেদন করলে এ আবেদন মঞ্জুরের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল তাকে আগামী ১২ ফেব্রুয়ারি (বুধবার) রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এর পাশাপাশি, আজ উত্তরা, রামপুরা ও গুলশান এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদনের বিষয়ে প্রসিকিউশনের করা পৃথক তিনটি আবেদনও মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল ।

আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দায়ে করা মামলায় সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল এবং ১২ জানুয়ারি তাকে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

মামলার সূত্র থেকে জানা যায়, ৫ আগস্ট বেলা ১১টায় চানখাঁরপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সাবেক কনস্টেবল সুজনকে কখনও দাঁড়িয়ে, কখনও বা শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গেছে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
আদমদিঘীতে বিড়াল হত্যায় অভিযুক্ত নারী গ্রেপ্তার
পটুয়াখালীতে এনসিপির গ্রাম বৈঠক অনুষ্ঠিত
খুলনায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত
নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
গণহত্যার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
১০