জাতীয় জুডিসিয়াল একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব বিচার বিভাগ সংস্কার কমিশনের

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৪

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জাতীয় জুডিসিয়াল একাডেমি প্রতিষ্ঠার জন্য প্রস্তাব করা হয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন গত বুধবার হস্তান্তর করা হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি হস্তান্তর করেন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়।

মোট ২৮ দফা প্রস্তাবের ২২ নম্বরে রয়েছে গ্রাম আদালত গঠনের ক্ষেত্রে সমস্যা দূরীকরণে প্রস্তাব সংক্রান্ত অংশটি।
 
জাতীয় জুডিসিয়াল একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাবে বলা হয়েছে- বিচারক ও সহায়ক জনবলের প্রশিক্ষণ, বিচারক ও সহায়ক জনবলের প্রশিক্ষণের জন্য একটি জাতীয় জুডিসিয়াল একাডেমি প্রতিষ্ঠা। আঞ্চলিক পর্যায়ে জুডিসিয়াল ট্রেইনিং ইনস্টিটিউট স্থাপন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা প্রণয়ন। বিচারকগণের জন্য বিদেশে প্রশিক্ষণ/কর্মশালা/অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি গ্রহণ। বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অ্যাফিলিয়েশন কোর্স চালু করা। বিদেশের জুডিসিয়াল একাডেমিগুলোতে বিচারকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা। বিচারব্যবস্থা সংক্রান্ত বিষয়ে গবেষণার জন্য একটি জুডিসিয়াল রিসার্চ এন্ড ট্রেইনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। গবেষণালব্ধ ফলাফল বিবেচনায় সংস্কারমূলক কার্যক্রম গ্রহণের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আওতাধীনে পৃথক ‘পলিসি রিসার্চ ও রিফর্ম ম্যানেজমেন্ট ইউনিট’ প্রতিষ্ঠা করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
আদমদিঘীতে বিড়াল হত্যায় অভিযুক্ত নারী গ্রেপ্তার
পটুয়াখালীতে এনসিপির গ্রাম বৈঠক অনুষ্ঠিত
খুলনায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত
নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
গণহত্যার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
১০