চট্টগ্রামে আইনজীবীর এনআইডি জালিয়াতি করে ব্যাংক ঋণ, সিআইডিকে তদন্তের নির্দেশ আদালতের

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৭

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫(বাসস): বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা ও জজ কোর্ট চট্টগ্রামের আইনজীবী  মোহাম্মদ বদরুল হাসানের (৩২) জাতীয় পরিচয় পত্র (এনআইডি) ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ব্যাংক ঋণ গ্রহণ করায় আল আমিন (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে চট্টগ্রাম অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  আদালতে মামলা হয়েছে।

মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের (বিএচআরএফ) বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের সন্দীপ থানাধীন মাইটভাঙ্গা শিবের হাট এলাকার বাসিন্দা মোহাম্মদ ই্উনুছ এর পুত্র আল আমিন(৩৫) স্ট্যান্ডার্ট চাটার্ড ব্যাংক লি., আগ্রাবাদ শাখায় আইনজীবী মোহাম্মদ বদরুল হাসান (৩২) এর এনআইডি ব্যবহার করে ভূয়া ব্যাংক ঋণ হিসাব খুলে। উক্ত ব্যাংকের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে ৬ লক্ষ টাকা ঋণ নেয়।  উক্ত ঋণ পরিশোধ না করে আত্মসাত করায়  খেলাপী ঋণে পরিনত হয়। এ ব্যাপারে মোহাম্মদ বদরুল হাসান বাদী হয়ে আজ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সরকার হাসান শাহরিয়ার  এর আদালতে বাংলাদেশ দন্ডবিধির ১৭/৪৬৪/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৪/ ৫০৬/১০৯/৩৪  ধারায় এ মামলা দায়ের করেন।

আদালত অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সিআইডি চট্টগ্রাম মেট্রোকে নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী ২০২১ সালের জানুয়ারি মাসে তার চেম্বারের এক সহকর্মীর জন্য পূবালী ব্যাংক লি., পাথরঘাটা শাখায় পার্সোনাল লোনের গ্যারান্টার হিসাবে প্রয়োজনীয় ডকুমেন্টস দাখিল করেন। পূবালী ব্যাংক লি. বাদীর ব্যক্তিগত সিআইবি রিপোর্ট এর তথ্য যাচাইকালে বাদীর নামে ব্যাংক লোন আছে মর্মে রিপোর্ট আসে। বিষয়টি খোঁজ নিয়ে বাদী জানতে পারে যে, স্ট্যান্ডার্ট চাটার্ড ব্যাংক লি., আগ্রাবাদ শাখায় আসামী আল আমিন নিজেকে বদরুল হাসান পরিচয় দিয়ে বাদীর নাম ধারণ করে জাল টিআইএন দিয়ে ভূয়া ব্যাংক হিসাব খোলে এবং উক্ত ব্যাংকের কতিপয় অসাধু কর্মকর্তার সহায়তায় পরষ্পর যোগসাজশে ব্যাংক ঋণ গ্রহণ করেছে।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এ. এম. জিয়া হাবীব আহসান, মো. সাইফুদ্দীন খালেদ, মো. হাসান আলী, মোহাম্মদ বদরুল হাসান, এডভোকেট কে. এম শান্তনু চৌধুরী  প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
যেকোনো সিরিজ জয় খেলোয়াড়দের পরবর্তী সিরিজে ভালো খেলতে উৎসাহিত করে : মিনহাজুল
গাজায় ত্রাণের রুট খুলে দেওয়ার পর জাতিসংঘের আর ‘অজুহাতের সুযোগ নেই’: নেতানিয়াহু
১০