জিএমপি সাবেক কমিশনার মোল্যা নজরুল পাঁচ দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২২
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।

রাজধানীর গুলশান থানাধীন কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েরকে হত্যাচেষ্টার অভিযোগে করা  মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করে আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় গুলশান থানা পুলিশের উপপরিদর্শক মো. মাহফুজুল হক তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল, কারাগারে ডিভিশন ও চিকিৎসা চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে ডিভিশন ও চিকিৎসা চেয়ে আবেদন দুটি নথিভুক্ত করে আদালত।

এর আগে শনিবার রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি থেকে মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই গুলশান থানাধীন এলাকায় কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়ের (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এ ঘটনায় গত ৫ অক্টোবর তার বাবা মো. হুমায়ুন কবির বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় মোল্যা নজরুলসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ১৫০/২০০ আসামি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
১০