স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে মামলা দুদকের

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৪

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেসিক ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু, তার স্ত্রী শিরিন আকতার, ছেলে শেখ ছাবিদ হাই অনিক ও মেয়ে শেখ রাফা হাইয়ের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে ৬৮ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং ৫৬ কোটি ৫৭ লাখ ১০ হাজার ২০৬ টাকা কানাডায় পাচারসহ মোট ১২৪ কোটি ৯৩ লাখ ৬ হাজার ২৭৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এ ছাড়া দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং অবৈধভাবে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দন্ডবিধির ৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

তিনি বলেন, এ ছাড়া আব্দুল হাই বাচ্চুর স্ত্রী শিরিন আকতার তার স্বামীর সহায়তায় ৩৬ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৩০৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করার অপরাধে শিরিন আকতার এবং শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আক্তার হোসেন আরও জানান, এদিকে শেখ ছাবিদ হাই অনিক তার পিতা শেখ আব্দুল হাই বাচ্চুর সহায়তায় বাংলাদেশে ৪৩ কোটি ৬২ লাখ ৬০৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন; তার পিতার কাছ থেকে ২৮ লাখ ৭৫ টাকা মূল্যের ২ কাঠা জমি হেবা দলিল মূলে প্রাপ্ত হয়েও দাখিলকৃত সম্পদ বিবরণীতে গোপন করে মিথ্যা তথ্য প্রদান এবং অবৈধভাবে উপার্জিত ৮৭ লাখ ৬২ হাজার ৭৭ টাকা কানাডায় পাচার ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে শেখ ছাবিদ হাই অনিক এবং শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

মহাপরিচালক জানান, এ ছাড়া শেখ আব্দুল হাই বাচ্চুর মেয়ে শেখ রাফা হাই তার পিতার সহায়তায় বাংলাদেশে ৪০ কোটি ৪১ লাখ ৪৫ হাজার ১৬৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন; তার পিতার কাছ থেকে ৮৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৬ কাঠা জমি হেবা দলিল মূলে প্রাপ্ত হয়েও দাখিলকৃত সম্পদ বিবরণীতে তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান এবং অবৈধভাবে উপার্জিত ৭৪ কোটি ৮১ লাখ ৪৬২ হাজার ৫০ টাকা কানাডায় পাচার ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে শেখ রাফা হাই, পিতা শেখ আব্দুল হাই বাচ্চু, মাতা শিরিন আকতারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রকৃতির বিরূপ প্রভাবে টাঙ্গাইলে বিলুপ্তির পথে শাপলা-শালুক 
স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল : মিনু
চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেল সিআইসি
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার ‘আগ্রাসনের’ নিন্দা জানালো পোল্যান্ডের সেনাবাহিনী
নাইজারের প্রতি আইএস-এর আক্রমণ থেকে নাগরিকদের রক্ষার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
কাতারে হামলার জন্য নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প
১০