চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৭

চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর ১৬ থানায় অভিযান চালিয়ে আরও ২৬ জন আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়েরকৃত মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সিএমপি জানায়, গতকাল ৯ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে আজ সোমবার দুপুর ২টার মধ্যে সিএমপির বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আকবরশাহ থানা থেকে মঈনুল হোসেন গালিব (৩২), সদরঘাট থানা থেকে শাহাজাহান ইসলাম প্রকাশ সাজু (২৮), মো. নাহিদুল আলম এলিন (৪৩), মো. সফর আলী (৩৯), বন্দর থানা থেকে লিয়াকত আলী আরিফ (৪১), পাহাড়তলী থানার আসামি মিরসরাই মিঠানালা ইউপি আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর হোসেন মোর্শেদ (৪০), মো. রিয়াদ প্রকাশ রিয়াজ (২৬), কোতোয়ালী থানার আসামি মো. রবিন হোসেন (২৭), দূর্জয় চন্দ্র দাস (২২), মো. জানে আলম (২৬), আক্তার হোসেন শাকিল (২৫), চকবাজার থানার আসামি শেখ খান ইমন (২২), ইপিজেড থানার আসামি মনির হোসেন (২০), বাকলিয়া থানার আসামি মো. আরিফ (২৪), মো. ইউনুস (২০), মো. জসিম উদ্দিন (৫৪), পতেঙ্গা মডেল থানার আসামি মো. মাহমুদ ইকবাল (৩৪), চান্দগাঁও থানার আসামি মো. মনছুর আলম (৪৪), মো. আব্দুর রহিম (৩৭), কাজী মো. ইব্রাহীম শরীফ (৪৯), হালিশহর থানার আসামি মো. নাহিদুল আলম চৌধুরী (১৯), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. চাঁন মিয়া (২০), পাঁচলাইশ থানার আসামি মো. বেলাল (৩৪), সাজ্জাদ হাসান (২৩), খুলশী থানার আসামি মো. রফিক (৪০) ও কর্ণফুলী থানার আসামি চরপাথরঘাটা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি পেয়ার আহমেদ (৪৫) সহ সর্বমোট ২৬ জন।

পুলিশ জানায়, উপর্যুক্ত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে। গত দুই সপ্তাহে এ পর্যন্ত প্রায় দুই শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
১০