বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০

শ্যামপুরে স্যান্ডেল রিসাইক্লিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর শ্যামপুর এলাকায় একটি পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ভোর ৫টার দিকে কদমতলীর শ্যামপুর বিসিক এলাকার ৬ নম্বর সড়কের ১৪ নম্বর প্লটে অবস্থিত মজুমদার ট্রেডার্স নামে একটি পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পোস্তগোলা, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ভোর ৫ টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এবং দুই ঘন্টার চেষ্টায় সকাল ৭ টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।