নিষিদ্ধ বিপুল পরিমাণ পলিথিনসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩১

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ নিষিদ্ধ পলিথিনসহ দুই পলিথিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মো. সুমন (৩৬) ও মো. সবুজ ফকির (৩৫)।

গতকাল সোমবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটে কোতোয়ালির বাদামতলী জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২৫ বস্তা অবৈধ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানা সূত্রে জানায়, সোমবার বিকেলে গ্রেফতারি পরোয়ানা জারি, মাদক উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোতোয়ালী থানার ওয়াইজঘাট থেকে বাবুবাজারগামী সড়কে বাদামতলী জামে মসজিদের সামনে একটি মোটরচালিত ভ্যানে বস্তা ভর্তি অবৈধ নিষিদ্ধ পলিথিনসহ দুই পলিথন ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুমন ও সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে মোটরচালিত ভ্যানসহ ২৫ বস্তা অবৈধ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পলিথিনের বাজারমূল্য আনুমানিক এক লাখ ৩৭ হাজার ৫শ’ টাকা। অভিযানকালে গ্রেফতারকৃতদের একজন সহযোগী মো. জুয়েল কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী থানায় গ্রেফতারকৃত দুইজন এবং পলাতক একজনের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত সুমন ও সবুজ এবং তাদের সহযোগী দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যবসার সাথে জড়িত। উদ্ধারকৃত পলিথিনসমূহ বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছেন মর্মে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক সহযোগীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
হবিগঞ্জে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় জিরা বোঝাই ট্রাক আটক
যশোরে যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সিলেটে চব্বিশ ঘণ্টায় পাঁচ জনের করোনা শনাক্ত
চাকসু নির্বাচনের ৯৩৬ জন প্রার্থীর সকলের ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ
দুর্নীতির সাথে সম্পর্ক নেই এমন ব্যক্তিরাই মনোনয়ন পাবেন : ডোনার
দুর্গাপূজায় নিরাপত্তার জন্য সারাদেশে র‌্যাবের ২৮১টি টহল দল মোতায়েন থাকবে
নৌ বাহিনীর ব্যবস্থাপনায় সুইমিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
১০