সারাদেশে অপারেশন ডেভিল হান্টে ৬০৭ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০২ আপডেট: : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৮

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকাসহ সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৬০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও এ অভিযানসহ অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ১৬৮ জনকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা এবং ওয়ারেন্ট মূলে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৬০৭ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ১১৬৮ জন।

এতে আরও জানানো হয়, মঙ্গলবার দেশব্যাপী অভিযানে যৌথবাহিনী ২টি পিস্তল, ১টি এলজি, ১টি ওয়ান শুটারগান, ১টি পাইপগান, ২ রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, ২টি চাপাতি, ৬টি দা/রামদা, ১৩টি চাকু/ছোরা, ২টি কুড়াল, ১টি করাত, ৩টি হাতুড়ি, ২টি প্লাস, ২টি বাটাল ও ২টি লাঠি উদ্ধার করে।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে শনিবার ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজাগামী ফ্লোটিলা থেকে ৩৬ জন নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে : তুরস্ক
পটুয়াখালীতে ৭ দিনেও খোঁজ মেলেনি ৫ জেলের
চাঁদপুরে ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে নৌ র‌্যালি
মহেশপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
লক্ষ্মীপুরের মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলে শূন্য নদী
মিশর গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনি সম্মেলন আয়োজন করবে : হামাস
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
পিরোজপুরে জেলা বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মিউনিখ বিমানবন্দর ফের চালু
কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত ৪
১০