বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৫৫

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টা হতে আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়। 

থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো মো. ইমরান হোসেন (২৬), মো. বিল্লাল হোসেন ওরফে বেলাল (২৩), মো. মনির (৩৪), মো. রানা (১৯), মো. রাসেল (২৩), মো. সজল ওরফে সুজন (২০), মো. মুন্না (২৪), মো. জুয়েল (২৩), মো. বিল্লাল (২০), মো. রনি (২৮), মো. মাহাবুব (৪৫), মো. আব্দুল আজিজ ওরফে আইজ্জা ওরফে ইজ্জা (৩৪), মো. লিটন (১৯), মো. বাদশা (২৯), মো. জনি হাসান (২৮), মো. ফয়সাল ওরফে এলেক্স ফয়সাল (২৭), মো. রাব্বি (২৪), মো. আরফি হোসেন (২০), মো. আকাশ (২৫), মো. সাদ্দাম (৩০), মো. আমীন (২৫), সনু ওরফে নাঈম হোসেন(২৯), মো. আবু সাঈদ খান (৫৮), আহম্মদ আলী (৩৭), সুমন আহমেদ শুভ (১৯), মো. আসাদ (৫০), মো. ইকরামুল হক ইকরাম (২৪), মো. ইব্রাহিম ওরফে ইবু (৩০), মোসা. আনিশা (১৯), মোসা. রিমি আক্তার (২৮), মোসা. নাসিমা (৩০), মোসা. মমিনা খাতুন, মোসা. নিপা (৩০), মো. শরীফ হোসেন (৩৫), মো. রকি (৩৮), মো. শাকিল শেখ (২৪), মো. জোবায়ের ইসলাম (২১), মো. তাজুল ইসলাম (৩৮), মো. হোসেন (১৮), মো. আশরাফ উদ্দিন (৪৫), মো. সোনা মিয়া (৩৪), মো. রাসেল (২৪), মো. সুজন (৩০), মো. মোশারফ (২২), পারভেজ (৫৫), মো. রনি (২৫), মো. তুষার আহমেদ (৩০) ও মো. আ. সালাম (২৮)।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এর নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই ও মোহাম্মদপুর থানার চৌকস টিম মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় এই বিশেষ অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
১০