সাবেক পুলিশ কর্মকর্তা বদরুল ও তার স্ত্রী মাসুমার বিরুদ্ধে দুদকে মামলা

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৮

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার এস এম বদরুল আলম ও তার স্ত্রী মাসুমা আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আজ এ তথ্য জানান।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায় আজ মামলাটি দায়ের করেন।

তিনি জানান, মাসুমা আলম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৬৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন। ওই সম্পদের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ৪৯৯ টাকা। পারিবারিক ব্যয় ৬৯ লাখ ৪৩ হাজার ৪৫১ টাকা বাদে তার গ্রহণযোগ্য নীট আয় ১ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৪৮ টাকা পাওয়া যায়। এক্ষেত্রে আসামি মাসুমা আলম জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬০ লাখ ৩৮ হাজার ৮৩২ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রেখেছেন। 

অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার এস এম বদরুল আলম তার অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত ৬০ লাখ ৩৮ হাজার ৮৩২ টাকার সম্পদ তার স্ত্রী আসামি মাসুমা আলম এর মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দন্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
হবিগঞ্জে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় জিরা বোঝাই ট্রাক আটক
যশোরে যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সিলেটে চব্বিশ ঘণ্টায় পাঁচ জনের করোনা শনাক্ত
চাকসু নির্বাচনের ৯৩৬ জন প্রার্থীর সকলের ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ
দুর্নীতির সাথে সম্পর্ক নেই এমন ব্যক্তিরাই মনোনয়ন পাবেন : ডোনার
দুর্গাপূজায় নিরাপত্তার জন্য সারাদেশে র‌্যাবের ২৮১টি টহল দল মোতায়েন থাকবে
নৌ বাহিনীর ব্যবস্থাপনায় সুইমিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
১০