ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার এস এম বদরুল আলম ও তার স্ত্রী মাসুমা আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আজ এ তথ্য জানান।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায় আজ মামলাটি দায়ের করেন।
তিনি জানান, মাসুমা আলম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৬৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন। ওই সম্পদের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ৪৯৯ টাকা। পারিবারিক ব্যয় ৬৯ লাখ ৪৩ হাজার ৪৫১ টাকা বাদে তার গ্রহণযোগ্য নীট আয় ১ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৪৮ টাকা পাওয়া যায়। এক্ষেত্রে আসামি মাসুমা আলম জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬০ লাখ ৩৮ হাজার ৮৩২ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রেখেছেন।
অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার এস এম বদরুল আলম তার অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত ৬০ লাখ ৩৮ হাজার ৮৩২ টাকার সম্পদ তার স্ত্রী আসামি মাসুমা আলম এর মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দন্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।