সাবেক পুলিশ কর্মকর্তা বদরুল ও তার স্ত্রী মাসুমার বিরুদ্ধে দুদকে মামলা

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৮

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার এস এম বদরুল আলম ও তার স্ত্রী মাসুমা আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আজ এ তথ্য জানান।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায় আজ মামলাটি দায়ের করেন।

তিনি জানান, মাসুমা আলম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৬৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন। ওই সম্পদের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ৪৯৯ টাকা। পারিবারিক ব্যয় ৬৯ লাখ ৪৩ হাজার ৪৫১ টাকা বাদে তার গ্রহণযোগ্য নীট আয় ১ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৪৮ টাকা পাওয়া যায়। এক্ষেত্রে আসামি মাসুমা আলম জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬০ লাখ ৩৮ হাজার ৮৩২ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রেখেছেন। 

অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার এস এম বদরুল আলম তার অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত ৬০ লাখ ৩৮ হাজার ৮৩২ টাকার সম্পদ তার স্ত্রী আসামি মাসুমা আলম এর মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দন্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
১০