ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বরগুনা-১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার দেখানো হয়েছে।
আজ তাদের কারাগার থেকে ঢাকার নিম্ন আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখাতে আবেদন করেন। শুনানি শেষে আশুলিয়া থানার মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এছাড়া পল্লবী ও গুলশান থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ায় শাহাবুল ইসলাম শাওনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকার আশুলিয়ায় রিয়াজুল হত্যা মামলায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার দেখানো হয়েছে। পল্লবী থানার মামলায় কামাল আহমেদ মজুমদার ও গুলশান থানার মামলায় দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার দেখানো হয়েছে।