নতুন মামলায় সালমান-কামাল মজুমদারসহ পাঁচজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১২
সালমান এফ রহমান ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ফাইল ছবি

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বরগুনা-১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ তাদের কারাগার থেকে ঢাকার নিম্ন আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখাতে আবেদন করেন। শুনানি শেষে আশুলিয়া থানার মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

এছাড়া পল্লবী ও গুলশান থানার মামলায়  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ায় শাহাবুল ইসলাম শাওনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান ও  চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। 

ঢাকার আশুলিয়ায় রিয়াজুল হত্যা মামলায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার দেখানো হয়েছে। পল্লবী থানার মামলায়  কামাল আহমেদ মজুমদার ও  গুলশান থানার মামলায়  দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার দেখানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
১০