প্রযুক্তি হস্তান্তর বাড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান বাংলাদেশের

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৪ আপডেট: : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১০
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট-এর ৬৩ তম অধিবেশনে বক্তৃতা করেন। ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চাহিদা পূরণের জন্য একটি সংস্কারকৃত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা এবং প্রযুক্তি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট-এর ৬৩ তম অধিবেশনে বক্তৃতাদানকালে তিনি এ কথা বলেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

স্থায়ী প্রতিনিধি টেকসই এবং অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য বিদ্যমান ব্যবধান পূরণে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

চৌধুরী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগগুলো তুলে ধরেন। যেখানে সামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য অন্তর্ভূক্তিমূলক নীতিগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

দারিদ্র, বেকারত্ব এবং নিট কার্বন নিঃসরণ দূরীকরণে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও অভিযোজন এবং প্রশমন কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ঢাকার প্রচেষ্টার কথাও তুলে ধরেন।

তিনি একটি ন্যায্য, অন্তর্ভূক্তিমূলক এবং স্থিতিস্থাপক ভবিষ্যত তৈরির জন্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধিতে বিশ্ব প্রতিশ্রুতির পুনর্নবীকরণের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

সামাজিক উন্নয়ন কমিশনের ৬৩তম অধিবেশন নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ১০ ফেব্রুয়ারি শুরু  হয়েছে। চলবে  ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। 

বাংলাদেশ ২০২৩-২০২৭ সাল মেয়াদে এ কমিশনের সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
১০