সিএমপি’র সাবেক কমিশনার সাইফুল হত্যা মামলায় গ্রেফতার

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫
সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম। ফাইল ছবি

চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একইসঙ্গে তাকে জেলগেটে তিনদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। 

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন। 

এর আগে, আজ ভোরে ঢাকা থেকে সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়। 

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঢাকা থেকে চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়া নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আদালতে হাজির করা হয়েছে। পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে জেলগেটে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আদালত সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামকে জুলাই অভ্যুত্থানে হত্যার শিকার চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজ বিকেল ৩টার দিকে আদালতে তোলা হয়। 

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চবি’র ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া অংশ নেন। আসামিদের কয়েকজনের নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিদের অনেকে হামলায় যোগ দেন। 

গত বছরের ১৮ জুলাই নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় গুলিতে আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় হৃদয় তরুয়াকে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ২৩ জুলাই মারা যান তিনি। 

এ ঘটনায় হৃদয়ের বন্ধু আজিজুল হক বাদি হয়ে গতবছরের ২০ সেপ্টেম্বর নগরের চান্দগাঁও থানায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামসহ ২০৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা করেন। 

সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ৩২তম কমিশনার। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচের কর্মকর্তা। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে ২১ আগস্ট রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
১০