সিএমপি’র সাবেক কমিশনার সাইফুল হত্যা মামলায় গ্রেফতার

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫
সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম। ফাইল ছবি

চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একইসঙ্গে তাকে জেলগেটে তিনদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। 

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন। 

এর আগে, আজ ভোরে ঢাকা থেকে সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়। 

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঢাকা থেকে চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়া নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আদালতে হাজির করা হয়েছে। পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে জেলগেটে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আদালত সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামকে জুলাই অভ্যুত্থানে হত্যার শিকার চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজ বিকেল ৩টার দিকে আদালতে তোলা হয়। 

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চবি’র ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া অংশ নেন। আসামিদের কয়েকজনের নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিদের অনেকে হামলায় যোগ দেন। 

গত বছরের ১৮ জুলাই নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় গুলিতে আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় হৃদয় তরুয়াকে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ২৩ জুলাই মারা যান তিনি। 

এ ঘটনায় হৃদয়ের বন্ধু আজিজুল হক বাদি হয়ে গতবছরের ২০ সেপ্টেম্বর নগরের চান্দগাঁও থানায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামসহ ২০৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা করেন। 

সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ৩২তম কমিশনার। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচের কর্মকর্তা। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে ২১ আগস্ট রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
দুর্নীতি মামলায় রাজউক কর্মচারীর ৭ বছরের কারাদণ্ড
দুই মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সংকুচিত করার যৌক্তিকতা নেই : বিএনপি
১০