উত্তরায় জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি রাসেল খান গ্রেফতার

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৪

ঢাকা (উত্তর), ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি রাসেল ইকবাল ওরফে রাসেল খানকে (৩৯) গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ।

রাসেল খান উত্তরার সাবেক এমপি হাবিব হাসানের একান্ত অনুসারী এবং তুরাগ থানা কৃষক লীগের যুগ্ম সম্পাদক। জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী শহীদ মাহমুদুল হাসানের মা ফরিদা ইয়াসমিন গত ১ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। রাসেল ইকবাল মামলায় এজাহারভুক্ত আসামী।

মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার জসিমউদদীন রোড এলাকা থেকে তাকে আটক করা হয় বলে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ জানান।

পুলিশ সূত্র জানায়, রাসেল ইকবালের বিরুদ্ধে আন্দোলনের সময় সংঘটিত তিনটি হত্যা মামলা রয়েছে। রাসেল খান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করতে সক্ষম হয়।

রাসেলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। উত্তরার তুরাগ থানার দলিপাড়া এলাকায় তার বাসা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
যেকোনো সিরিজ জয় খেলোয়াড়দের পরবর্তী সিরিজে ভালো খেলতে উৎসাহিত করে : মিনহাজুল
১০