চট্টগ্রামে আন্দোলনের মামলায় ৪০ জন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৭

চট্টগ্রাম, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সারা দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান রয়েছে। এর আওতায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ২৪ ঘন্টায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে।  

শুক্রবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ১২ ফেব্রুয়ারি রাত ১টা হতে ১৩ ফেব্রুয়ারি রাত ১টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কোতোয়ালী থানার মো. শাহফাজ মিয়া (৩৪), মো. আবুল কালাম (৫৮), কাজী সালাউদ্দিন লাভলু প্রকাশ সালাউদ্দিন (২৯), ইসতেশাম আলম দোভাষ ইশরাক (২১), মো. হাবিব উল্লাহ (২৮), মো. রফিকুল ইসলাম (৫৫), মো. শাহাদাত হোসেন জুয়েল (৩২)।

পাঁচলাইশ থানার আসামি তৌহিদুজ্জামান জয় (৩২) ও মো. ফারুক (৩৫)। চকবাজার থানার আসামি  মো. রবিউল হোসেন (২৬), বায়েজিদ বোস্তামী থানার আসামি হারুনুর রশিদ (৪৫), মো. টিটু মাঝি (৪০), তোফাইল আজম তাশকার প্রকাশ আবিদ (২৪) ও মো. রফিক (৩৫), আকবর শাহ থানার আসামি ফয়সাল (২১), মো. শাকিল (২২), ১৭। মো. রুবেল (২০) ও মো. ইব্রাহিম (২০)।

সদরঘাট থানার আসামি মো. হাবিবুর রহমান মুন্না (৩৮)। হালিশহর থানার আসামি মো. হৃদয় (২২), মো. রাব্বি (২৮) বিজ্ঞান কুমার নাথ (৫৬) ও মফিজকে (৩২) আটক করে।

এছাড়াও খুলশী থানার আসামি মো. জাবেদ উদ্দিন (২১) ও মো. রেজাউল করিম (৩১), ইপিজেড থানার আসামি আরমান মিয়া (২৭) ও লালন ফকির (২৮), ডবলমুরিং মডেল থানার মো. রবিউল হাসান (১৭), পারভেজ (১৭), মো. ইউসুফ শান্ত (২৫) ও মো. সাদেক (৩৪), পতেঙ্গা মডেল থানার আসামি মো. মুন্না (২০),  বন্দর থানার আসামি মো. নুর উদ্দিন (৪০), পাহাড়তলী থানার আসামি আব্দুল মালেক বাবুল (৬৪), গোলজার বেগম রুবিকে (৫৫) আটক করা হয়।

চান্দগাঁও থানার আসামি মো. নাছির উদ্দিন (৪০), বাকলিয়া থানার আসামি মো. ইমরান হোসেন ইমন (২৮), সালাউদ্দিন রায়হান (২৫), মো. জুয়েল রানা (৩৪) ও কর্ণফুলী থানার সরোয়ার আলম বাপ্পি (৩৭) ধরা হয়।

সিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নগরীর বিভিন্ন্ থানায় দায়ের হওয়া মামলার আসামি। অপারেশন ডেভিল হান্ট চলাকালীন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি : নজরুল ইসলাম খান
সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
নারীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু
সোনার দামে নতুন রেকর্ড : প্রতি ট্রয় আউন্স ৩,৪০০ ডলার ছাড়িয়ে 
১০